ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমি টেস্ট ক্রিকেটার, এটাই সর্বোচ্চ ডিগ্রি: হাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মে ২৪, ২০১৬
আমি টেস্ট ক্রিকেটার, এটাই সর্বোচ্চ ডিগ্রি: হাফিজ ছবি: সংগৃহীত

ঢাকা: সম্পতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান জানিয়েছিলেন, পাকিস্তানের ক্রিকেটাররা ‘অশিক্ষিত’। আর এমন মন্তব্যের নিন্দা জানিয়েছেন দেশটির সিনিয়র ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ।

শাহরিয়ারের বক্তব্যে ছিল, পাকিস্তানি ক্রিকেটারদের শিক্ষাদীক্ষায় সমস্যা আছে। তারা ‘অশিক্ষিত’ হওয়ার কারণেই সাম্প্রতিক সময়ে দল এতো বাজে খেলেছে। শিক্ষা বলতে শাহরিয়ার ‘প্রাতিষ্ঠানিক শিক্ষা’কেই বোঝাতেই চেয়েছেন।

বর্তমান পাকিস্তান দলে মিসবাহ-উল-হক ছাড়া কোনো ‘গ্র্যাজুয়েট’ ক্রিকেটার নেই বলেও জানান বোর্ড সভাপতি।

এদিকে, বোর্ডের সভাপতির বক্তব্যে নিন্দা জানিয়ে হাফিজ বলেন, আমি গর্বিত যে আমি একজন টেস্ট ক্রিকেটার। আর এটাই ক্রিকেটার হিসেবে আমার সর্বোচ্চ ডিগ্রি।

তিনি জানান, ক্রিকেটার হতে গেলে ‘প্রাতিষ্ঠানিক শিক্ষা’র দরকার নেই। ক্রিকেটের মূল জ্ঞান থাকলেই যথেষ্ট। তার মতে, একজন ক্রিকেটারকে ক্রিকেটের ভাষা বুঝতে হবে। জীবন চালাতে নূন্যতম ডিগ্রির প্রয়োজন হলেও ক্রিকেট ক্যারিয়ারে আলাদা করে ‘প্রাতিষ্ঠানিক শিক্ষা’র প্রয়োজন নেই, আলাদা কোনো ডিগ্রি অর্জন করতে হয় না।

আসন্ন ইংল্যান্ড সফরকে সামনে রেখে কাকুলে ক্যাম্প চলছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের। ইংলিশ কন্ডিশনে সাদা পোশাকে পাকিস্তান বেশ ভালো করবে বলে বিশ্বাস করেন হাফিজ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২৪ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।