ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিমান দুর্ঘটনা থেকে বাঁচলো সাকিব সতীর্থরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মে ২৪, ২০১৬
বিমান দুর্ঘটনা থেকে বাঁচলো সাকিব সতীর্থরা ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান আইপিএলের প্লে-অফ খেলতে বিমানে দিল্লি যাওয়ার সময় খারাপ আবহাওয়ার কবলে পড়ে সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স। দলের গুরুত্বপূর্ণ সদস্যদের বহনকারী বিমানটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়।

 

বিমানের পাইলটের দক্ষতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানা যায়। জয়পুরে জরুরী অবতরণ করার কারণে বিপদের হাত থেকে বেঁচে যান কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা এবং কোচিং স্টাফের একাধিক সদস্য।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় বুধবার (২৫ মে) আইপিএলের প্লে-অফে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে কলকাতা।

কলকাতার ক্রিকেটার এবং কোচিং স্টাফদের নিয়ে তিনটি বিমান খারাপ আবহাওয়ার মধ্যদিয়ে যাত্রা শুরু করে। পথেই একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। সে বিমানে ছিলেন কলকাতার দলপতি গৌতম গম্ভীর, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। এছাড়া আরও ক্রিকেটারদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফে থাকা পাকিস্তানের ওয়াসিম আকরাম ও তার পরিবারের সদস্যরা।

জয়পুরে জরুরী অবতরণ করার পর এবং সারারাত সেখানে কাটানোর পর ফের দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দেয় বিমানটি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ২৪ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।