ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি সাকিব-মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, মে ২৫, ২০১৬
টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি সাকিব-মুস্তাফিজ ছবি: সংগৃহীত

ঢাকা: হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদ।

দু’দলের লক্ষ্যই এলিমিনেটর ম্যাচের বাধা টপকে কোয়ালিফায়ার-২ নিশ্চিত করা। শেষ হাসি কে হাসবেন? সাকিব নাকি মুস্তাফিজ? সেটিই এখন দেখার অপেক্ষা!

বুধবার (২৫ মে) আইপিএলের এলিমিনেটর ম্যাচে কলকাতার বিপক্ষে মাঠে নামবে হায়দ্রাবাদ। দিল্লির ফিরোজ ‍শাহ কোটলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। জয়ী দল ফাইনাল নির্ধারণী ম্যাচে (২৭ মে) সুরেশ রায়নার গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে। প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে চার উইকেটে হারিয়ে ফাইনালে পা রাখে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বাঁচা-মরার ম্যাচে কলকাতার জন্য বড় সুসংবাদ বয়ে আনলো ইনজুরি কাটিয়ে অলরাউন্ডার আন্দ্রে রাসেলের সেরে ওঠা। পায়ের ইনজুরির কারণে শেষ দুই ম্যাচে খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ তারকা। সব ঠিক থাকলে গুরুত্বপূর্ণ এলিমিনেটর ম্যাচে তিনি কেকেআরের একাদশে থাকবেন।

এবারের আসরে সানরাইজার্সের বিপক্ষে এখনো অপরাজিত শাহরুখ খানের কেকেআর। গ্রুপ স্টেজ পর্যায়ের দুই ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ে কলকাতা। তার মধ্যে নিজেদের মধ্যকার সবশেষ ম্যাচটিতে মুস্তাফিজদের ২২ রানে হারিয়ে শীর্ষ চারে থেকে প্লে-অফ নিশ্চিত করে সাকিব-গম্ভীর-ইউসুফ পাঠানরা।

সানরাইজার্স একাদশে কেন উইলিয়ামসনের জায়গায় ইয়ন মরগান ফিরতে পারেন। এখন পর্যন্ত দু’জনের পারফরম্যান্সই দলের জন্য হতাশাজনক! আবার একই ব্যাটিং লাইনআপ অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। বোলিং লাইনআপে পরিবর্তন আসার আভাস পাওয়া গেছে। লেগ স্পিনার করন শর্মার পরিবর্তে পেস অলরাউন্ডার আশিস রেড্ডি অথাব স্পিনার বিপুল শর্মাকে দলে নেওয়া হতে পারে।

অন্যদিকে, কলকাতা একাদশে স্বদেশী জ্যাসন হোল্ডারে জায়গায় রাসেল ও কলিন মুনরোর পরিবর্তে মরনে মরকেল ফিরতে পারেন। পিয়ুস চাওলাকে ছাপিয়ে এ ম্যাচেও বাঁহাতি স্পিনার কুলদিপ যাদবের দলে থাকার সম্ভাবনা জোরালো।

কলকাতার সম্ভাব্য একাদশ: গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), মানিশ পান্ডে, সুরিয়াকুমার যাদব, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, মরনে মরকেল, কুলদিপ যাদপ/পিয়ুস চাওলা, সুনীল নারাইন, অঙ্কিত রাজপুত।

হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন/ইয়ন মরগান, দিপক হুদা, যুবরাজ সিং, নামান ওঝা (উইকেটরক্ষক), ময়েজেস হেনরিকস, ভুবনেশ্বর ‍কুমার, বারিন্দার স্রান, করন শর্মা/আশিস রেড্ডি/বিপুল শর্মা, মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মে ২৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।