ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের সঙ্গে আরও চার বছর ডিজিসেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মে ২৫, ২০১৬
ক্যারিবীয়দের সঙ্গে আরও চার বছর ডিজিসেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: টেলিকম স্পন্সর ডিজিসেল এর সঙ্গে চার বছরের নতুন চুক্তি সম্পন্ন করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। পুরুষ টিমের সঙ্গে নারী দল ও অনূর্ধ্ব-১৯ দলেরও স্পন্সর থাকবে ডিজিসেল।

এ বছর আইসিসির বড় তিনটি ইভেন্টেই শিরোপা ঘরে তোলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। প্রথমে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন তকমা গায়ে লাগায় ক্যারিবীয় যুবারা। এরপর ভারতের মাটিতে নারী টিমের সঙ্গে দ্বিতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপের শিরোপা উল্লাসে মাতেন গেইল-স্যামি-স্যামুয়েলসরা।

নতুন চুক্তি অনুযায়ী, ডিজিসেল ক্যারিবিয়ানে কোচিংয়ের সুযোগ-সুবিধা ও উদীয়মান ক্রিকেটারদের উন্নতিতে সাহায্য করবে। ক্রিকেটের লংগার ভার্সনে ওয়েস্ট ইন্ডিজের উন্ততির জন্যও কাজ করবে তারা। বছরের শেষদিকে চারদিনের পেশাদার ক্রিকেট লিগ টুর্নামেন্ট ও ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট সম্প্রচারের লক্ষ্যে ক্যারিবীয় বোর্ডের পাশে থাকবে ডিজিসেল।

ডিজিসেলের সঙ্গে চুক্তি নবায়নে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন ডব্লিউআইসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল মুইরহেড, ‘নতুন চুক্তিতে আমাদের কৌশলগত বাণিজ্যিক লক্ষ্যগুলো পূরণ হবে এবং ডিজিসেলের সঙ্গে দীর্ঘদিনের বন্ধন অব্যাহত রাখতে পেরে আমরা আনন্দিত। এতে আমাদের সকল টিমের প্রতি সহযোগিতাও বৃদ্ধি পাবে এবং সব ফরমেটে ক্যারিবিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নদের পরবর্তী ধাপে নেওয়ার দিকে দৃষ্টি থাকবে। ’

ডিজিসেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জন ডেলভেস বলেন, ‘সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের পুরুষ, নারী ও অনূর্ধ্ব-১৯ দলের অসাধারণ সাফল্য ক্রিকেটকে আরো বিস্তৃত করেছে এবং নতুন দর্শকদের উত্তেজনাও বাড়িয়ে দিয়েছে। ডব্লিউআইসিবি’র টিমগুলোর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা উচ্ছ্বসিত এবং বিশেষ করে কোচিং ক্লিনিকসের অংশীদারিত্বে খুবই খুশি যেটা ক্যারিবিয়ান থেকে আগামীর চ্যাম্পিয়ন গড়ে তুলতে ভূমিকা রাখবে। ’

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ২৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।