ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

আন্তঃজেলা ক্রিকেটে শচীন পুত্র অর্জুন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, মে ২৫, ২০১৬
আন্তঃজেলা ক্রিকেটে শচীন পুত্র অর্জুন ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার যেন বাবাকেই অনুসরণ করছেন। আন্তঃস্কুল টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে শচীন পুত্র ডাক পেয়েছেন ভারতের আন্তঃজেলা ক্রিকেটে।

ভারতের আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেয়েছেন অর্জুন টেন্ডুলকার।

২৪ মে থেকে শুরু হওয়া টুর্নামেন্টটি শেষ হবে আগামী ০৬ জুন। হুবলিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে অর্জুনদের দলকে নেতৃত্ব দেবেন ওম বোশলে। আর দলটি নির্বাচন করেছেন বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি স্নেহাল পারিখ।

এর আগে অল-ইন্ডিয়া জুনিয়র সিলেকশন কমিটি প্রতিটি জোনের জন্য দল নির্বাচনের দায়িত্ব অর্পন করে। তাতে শচীন পুত্র পশ্চিমাঞ্চলের হয়ে খেলার জন্য ডাক পান।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ২৫ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।