ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বদলে গেল নবম রাউন্ডের ভেন্যু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, মে ২৫, ২০১৬
বদলে গেল নবম রাউন্ডের ভেন্যু ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এর আগে সূচিতে পরিবর্তন এনেছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এবার সূচি নয় ভেন্যুতেই বদল আনলো লিগের আয়োজক সিসিডিএম।

বুধবার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভেন্যু পরিবর্তনের বিষয়টি জানায় সিসিডিএম। তবে ভেন্যু পরিবর্তনের কারণ উল্লেখ করা হয়নি।

নবম রাউন্ডের খেলা শুরু হবে আগামী ২৮ মে। এদিন ঢাকার তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। পূর্বের সূচি অনুযায়ী আবাহনী লিমিটেড ও প্রাইম দোলেশ্বরের ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এটি এখন অনুষ্ঠিত হবে বিকেএসপির তিন নম্বর মাঠে।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও কলাবাগান ক্রিকেট একাডেমির ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরে। একই দিন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

নবম রাউন্ডের শেষের তিনটি ম্যাচের সূচিতে অবশ্য কোনো পরিবর্তন আনা হয়নি। ৩০ মে মিরপুর, ফতুল্লা ও বিকেএসপিতে অনুষ্ঠিত হবে নবম রাউন্ডের শেষ তিনটি ম্যাচ।

বৃহস্পতিবার (২৬ মে) শেষ হবে প্রিমিয়ার ডিভিশন লিগের অষ্টম রাউন্ডের খেলা।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, মে ২৫, ২০১৬
এসকে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।