ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

২০১৯ বিশ্বকাপ পর্যন্ত কিউইদের সঙ্গে হেসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, মে ২৬, ২০১৬
২০১৯ বিশ্বকাপ পর্যন্ত কিউইদের সঙ্গে হেসন ছবি: সংগৃহীত

ঢাকা: বর্তমান কোচিং স্টাফদের প্রতিই আস্থা রাখলো নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। প্রধান কোচ মাইক হেসন, ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান, ম্যানেজার মাইক স্যান্ডল, স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ ক্রিস ডোনাল্ডসন সবার সঙ্গেই চুক্তি নবায়ন করেছে বোর্ড।

২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তারা কিউই ক্রিকেট দলের সঙ্গে থাকছেন।

২০১২ সালের জুলাই থেকে নিউজিল্যান্ডের হেড কোচের দায়িত্ব পালন করে আসছেন হেসন। তার ভূয়সী প্রশংসাই করেন এনজেডসি’র প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট, ‘আমার মতে, নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল কোচ মাইক হেসন। এ পর্যন্ত তিনিই আমাদের সেরা পছন্দ। পরবর্তী বিশ্বকাপ (ওয়ানডে) পর্যন্ত ব্ল্যাক ক্যাপসদের কোচ হিসেবে তাকে পাওয়াটা আমাদের সবার জন্যই গ্রেট নিউজ। ’

নিউজিল্যান্ড দলকে কোচিং করাতে পেরে ৪১ বছর বয়সী হেসন নিজেও বেশ উচ্ছ্বসিত, ‘একটি গ্রুপের (কোচিং স্টাফ) সঙ্গে থেকেছি যারা একসঙ্গে কাজ করেছে এবং একই নির্দেশনায় চলায় সবকিছুই অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ব্ল্যাক ক্যাপসদের অংশ হতে পারা বিশেষ মর্যাদা। আরো দীর্ঘ সময়ের জন্য তাতে অবদান রাখার যোগ্যতা অর্জন করায় নিজেকে ভাগ্যবান মনে করছি। ’

হেসনের অধীনে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের বিশ্বকাপের ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। কিন্তু ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিবেশী অস্ট্রেলিয়ার কাছে ম্যাককালাম-উইলিয়ামসনদের স্বপ্নভঙ্গ হয়। সবশেষ ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ছিল কিউইরা।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।