ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

সেনাবাহিনীকে হারালো পাকিস্তানি ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মে ২৬, ২০১৬
সেনাবাহিনীকে হারালো পাকিস্তানি ক্রিকেটাররা

ঢাকা: আসন্ন ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে ক্যাম্প শুরু করেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। প্রাথমিক স্কোয়াডে থাকা ৩১ ক্রিকেটারকে নিয়ে শুরু হয় প্রায় দুই সপ্তাহব্যাপী ক্যাম্পটি।

তবে, আশ্চর্যজনক হলেও সত্য ১৫ জন ক্রিকেটারই প্রথমদিকের ফিটনেস পরীক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন।

 

পাকিস্তানের কাকুল মিলিটারি একাডেমিতে ৩১ জন ক্রিকেটারই অনুশীলন ক্যাম্পে অংশ নিয়েছেন। আর দ্রুতই ফিটসেন ফিরে পাওয়ার প্রমাণও রাখছেন পাকিস্তানি ক্রিকেটাররা।

কাকুল মিলিটারি একাডেমিতে দেশটির সেনাবাহিনীর একটি চৌকস দলকে হারিয়ে দিয়েছেন মিসবাহ, আজহার আলি, জুনায়েদ, শারজিল, ইমরান খান, ইউনুস খান, এহসান আদিল, ইফতিখার আহমেদ, শান মাসুদরা। দড়ি টানাটানির প্রতিযোগিতায় (টাগ অব ওয়ার) দেশটির সেনাবাহিনীর একটি দলের বিপক্ষে জিতেছেন ক্রিকেটাররা।

পাকিস্তানের সিনিয়র ক্রিকেটার ইউনুস খান জানান, আমরা প্রত্যেকেই নিজেদের ফিটনেস ফিরে পাওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছি। সেনাবাহিনী আমাদের অনেক কাজেই সাহায্য করে যাচ্ছে। তাদের বিপক্ষে লড়তে যাওয়ার আগে ক্রিকেটাররা বেশ দুঃশ্চিন্তায় ছিল। তবে, এটা শুধুমাত্রই একটি মজার প্রতিযোগিতা। এখানে এর আগেও দুইবার আমি ক্যাম্প করে গেছি। সেনাবাহিনীর প্রত্যেক সদস্যই আমাদের যথাসাধ্য সাহায্য করেন।

পাকিস্তানের টি-টোয়েন্টি দলপতি সরফরাজ খান জানান, আমাদের এখানের ক্যাম্পটি বেশ ভালো কাজে দেবে। যখন সেনাবাহিনীর ক্যাম্পে এসেছিলাম, প্রথম কয়েকদিন কষ্ট হয়েছিল। দিন দিন আমাদের ক্যাম্পটি উপভোগ করছি। নিজেদের উন্নতিও ধরতে পারছি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ফিল্ডিং কোচ এবং ফিল্ডিং ট্রেইনার গ্রান্ট লওডান জানান, আমি ক্রিকেটারদের নিয়ে ১০০ মিটার দৌড়, স্টেপ ক্লাইম্বিং, দীর্ঘ দূরুত্বের দৌড় আর হার্ডলেস নিয়ে কাজ করেছি। তিনি আরও যোগ করেন, ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বোর্ড থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। আমি চেষ্টা করছি তাদের সকাল সাতটায় ঘুম থেকে তুলে নিয়ে মাঠে কাজ করার। দুপুর ১২টা পর্যন্ত তাদের ফিটনেস নিয়ে কাজ করছি। ইংল্যান্ড সফরের আগেই তাদের দ্রুত ফিটনেস ফিরিয়ে আনতে যা করার দরকার তাই করা হবে।

জুনের মাঝামাঝি সময়ে ইংল্যান্ড সফর করবে পাকিস্তান। সফরে ৪টি টেস্ট, ৫টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।
ভিডিও:

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ২৬ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।