ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ে সিরিজে ভারতীয় কোচ বাঙ্গার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, মে ২৭, ২০১৬
জিম্বাবুয়ে সিরিজে ভারতীয় কোচ বাঙ্গার সঞ্জয় বাঙ্গার-ছবি:সংগৃহীত

ঢাকা: আসন্ন জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলে প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন দেশটির সাবেক অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গার। এর আগে দেশের মাটিতে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর অধীনে সহযোগী কোচ হিসেবে কাজ করেছিলেন তিনি।

 

দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অভয় শর্মা। তিনি সম্প্রতি ভারত অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের সঙ্গে কাজ করেছিলেন।

 

৪৩ বছর বয়সী বাঙ্গার ২০১৪ সালে আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের মূল কোচ হিসেবেও কাজ করেছিলেন। তিনিই প্রথম ভারতীয় যিনি আইপিএলে দেশি কোচ হিসেবে প্রধান ভূমিকায় কাজ করেছিলেন। তার অধীনে সেবার দুর্দান্ত খেলে পাঞ্জাব। যেখানে ফাইনাল খেলেছিলো দলটি।

এবারের জিম্বাবুয়ে সফরে ভারত তিনটি ওয়ানডে ও সমান তিনটি টি-২০ ম্যাচ খেলবে। যা শুরু হবে ১১ জুন থেকে। ইতিমধ্যে সফরকে কেন্দ্র করে অনভিজ্ঞ দল ঘোষণা করেছে ভারত। যেখানে মাহেন্দ্র সিং ধোনি নেতৃত্ব দিলে পুরো ১৬ সদস্যে দলে একমাত্র তিনিই বড় নাম হিসেবে থাকছেন।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ২৭ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।