ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

আবারও শচীনের রেকর্ড ভাঙতে যাচ্ছেন কুক!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, মে ২৭, ২০১৬
আবারও শচীনের রেকর্ড ভাঙতে যাচ্ছেন কুক! ছবি:সংগৃহীত

ঢাকা: ১৯ মে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যালিস্টার কুক যখন ব্যাটিংয়ে নেমেছিলেন, তখন ভাবা হয়েছিলো ভেঙে যাচ্ছে শচীন টেন্ডুলকারের সবচেয়ে কম বয়সে ১০ হাজার রানের রেকর্ড। কিন্তু হলো না।

শচীনের ১০ হাজার থেকে মাত্র ৩৬ রান পেছনে ছিলেন কুক।

টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। ওপেনও করতে নেমেছিলেন কুক। কিন্তু মাত্র ১৬ রান করেই প্যাভেলিয়নে ফিরে যেতে হয়েছিল তাকে।

শুক্রবার (২৭ মে) শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট আবারও খেলতে নামছে ইংল্যান্ড। শচীনের রেকর্ড থেকে এই মুহূর্তে ২০ রান পেছনে রয়েছেন কুক। আর আগামীকাল যদি আবার প্রথমে ব্যাট করার সুযোগ পায় ইংল্যান্ড তাহলে শুরুতেই নতুন রেকর্ড হয়ে যাবে বিশ্ব ক্রিকেট তথা ইংল্যান্ড ক্রিকেটেও। ইংল্যান্ড ক্রিকেটে তিনিই হবেন প্রথম ১০ হাজারি রানের মালিক।

১২৭ টেস্টে এখনও পর্যন্ত কুকের রান ৯,৯৮০। ১০ হাজারে পৌঁছলে তিনি হবেন বিশ্বের ১২তম ক্রিকেটার। তার আগে ১০ হাজারের তালিকায় জায়গা করে নিয়েছেন সুনীল গাভাস্কার (১২৫ টেস্টে ১০,১২২), স্টিভ ওয়া (১৬৮ টেস্টে ১০,৯২৭), অ্যালান বর্ডার (১০,১৭৪), ব্রায়ান লারা (১৩১ টেস্টে ১১,৯৫৩), জাক ক্যালিস (১৬৬ টেস্টে ১৩,২৮৯), রিকি পন্টিং (১৬৮ টেস্টে ১৩,৩৭৮), শচীন টেন্ডুলকর (২০০ টেস্টে ১৫,৯২১)।

কুকের সামনে ১০ হাজারির তালিকায় নিজেকে জুড়ে নেওয়ার পাশাপাশি সবচেয়ে কম বয়সে এই রান করার কৃতিত্বের হাতছানি। যখন শচীন এই রান করেছিলেন তখন তার বয়স ছিলো ৩১ বছর ১০ মাস। আর ইংলিশ অধিনায়ক কুক ২৫ ডিসেম্বর ৩১ বছরের জন্মদিন পালন করেছেন। এখন তার বয়স ৩১ বছর পাঁচ মাস।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, ২৭ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।