ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দোলেশ্বরের সামনে সাকিব-তামিমের আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মে ২৭, ২০১৬
দোলেশ্বরের সামনে সাকিব-তামিমের আবাহনী

ঢাকা: পয়েন্ট টেবিলের দিকে তাকালেই ম্যাচটার গুরুত্ব অনুধাবন করা যায়। প্রাইম দোলেশ্বর জিতলে সুপার লিগ প্রায় নিশ্চিত হবে দলটির।

  আবাহনী জিতলে সুপার লিগের স্বপ্ন ভালোভাবে টিকে থাকবে তাদের। দুই দলের কাছেই তাই সমান গুরুত্ব পাচ্ছে প্রিমিয়ার লিগের নবম রাউন্ডের ম্যাচটি।

শনিবার (২৮ মে) বিকেএসপির তিন নম্বর মাঠে সকাল ৯টায় শুরু হবে নাসির-আল আমিনদের দোলেশ্বরের বিপক্ষে সাকিব-তামিমদের আবাহনীর লড়াই।

ম্যাচের আগের দিন (শুক্রবার) মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনেই উত্তাপটা টের পাওয়া গেল। একই সময়ে মাঠের দুই প্রান্তে কঠোর অনুশীলন সারলেন দুই দলের ক্রিকেটাররা। দল দুটির কোচও মুখিয়ে আছেন জমজমাট এক লড়াইয়ের জন্য।

প্রতিপক্ষ দলকেই অবশ্য বেশি এগিয়ে রাখছেন তারা।   ৮ ম্যাচে ৬ জয়ে পয়েন্ট টেবিলে অবস্থান সুদৃঢ় করা প্রাইম দোলেশ্বরের কোচ মিজানুর রহমান বাবুল কালকের ম্যাচ নিয়ে বলেন, সাকিব যোগ হওয়াতে আবাহনীর শক্তি আরও বাড়লো। মানসিকভাবেও তারা কিছুটা সাহস পেল। আবাহনী কিন্তু শুরু থেকেই ভালো দল। কিছু ভুলের কারণে হয়তো তারা কিছু ম্যাচ হেরেছে। তারপরও তারা যথেষ্ট শক্তিশালী।

সাকিবকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা থাকবে কিনা-এ প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, সাকিব ওয়ার্ল্ডক্লাস ক্রিকেটার। তাকে ঘিরে তো আমাদের কিছু পরিকল্পনা থাকবেই।

প্রতিপক্ষ দল নিয়ে যতই ভাবনা থাকুক মিজানুর রহমান বাবুলের সবচেয়ে স্বস্তির জায়গা নিশ্চয়ই টপঅর্ডারে ইমতিয়াজের রান উৎসব। প্রতি ম্যাচেই রান পাচ্ছেন এ ওপেনার। ৮ ম্যাচেই করে ফেলেছেন ৪৯০ রান। মিজানুর রহমান এটিকে দলের জন্য বেশ ইতিবাচক হিসেবেই ব্যাখ্যা করলেন, ‘আমাদের টপঅর্ডার রান পাচ্ছে এটা খুবই ভালো দিক। ইমতিয়াজ প্রতি ম্যাচেই রান পাচ্ছে। গত ম্যাচে রবিউলকে ওপেন করিয়েছি। সেও ফিফটি করেছে। ওপেনাররা রান করলে মিডলঅর্ডারে যারা আছে তাদের খেলতে সুবিধা হয়, ফিনিশিংটাও ভালো হয়। আমাদের টিম যেভাবে পারফম করছে সেভাবে যদি করে তাহলে ভালো কিছুই হবে। ’

এদিকে, আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন সমীহ করছেন প্রাইম দোলেশ্বরকে, ‘প্রাইম দোলেশ্বর পয়েন্ট টেবিলে উপরের দিকে আছে। নিঃসন্দেহে তারা ভালো দল, দারুণ ছন্দে আছে তারা। ’

প্রতিপক্ষ দলের ধারাবাহিক সাফল্য থাকলেও নিজ দলকে তাই বলে পেছনে রাখছেন না আবাহনী কোচ, ‘শেষ ম্যাচের জয় আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছ। রজত ভাটিয়া ভালো করেছে।   সাকিব দলে আসায় ব্যাটিং-বোলিং দুই দিকেই দল আরও শক্তিশালী হবে।   আগামীকাল বড় দলের বিপক্ষে খেলা, আশা করি দারুণ একটি ম্যাচ হবে। ’

এ দুটি দল ছাড়াও প্রিমিয়ার লিগের নবম রাউন্ডে মিরপুর ও ফতুল্লায় শনিবার নামবে আরও চারটি দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক খেলবে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের শীর্ষ দল মুশফিকুর রহিমের মোহামেডান খেলবে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ২৭ মে ২০১৬
এসকে/এমআর

**
সাকিবকে পাচ্ছে আবাহনী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।