ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির বিপক্ষে ওয়াসিমও চিন্তায় পড়তেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মে ২৭, ২০১৬
কোহলির বিপক্ষে ওয়াসিমও চিন্তায় পড়তেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামও নাকি ভারতীয় ব্যাটিং সেনসেশন বিরাট কোহলির বিপক্ষে বল করতে চিন্তায় পড়তেন। এমনটি জানিয়েছেন ‘কিং অব সুইং’ খ্যাত আকরাম নিজেই।

 

চলমান আইপিএলে খাদের কিনারা থেকে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরর দলপতি কোহলি একাই ব্যাট হাতে দলকে তুলেছেন ফাইনালের মঞ্চে। ১৫ ম্যাচে করেছেন সর্বোচ্চ ৯১৯ রান। ৮৩.৫৪ ব্যাটিং গড়ে আর ১৫১.৯০ স্ট্রাইকরেটে কোহলি হাঁকিয়েছেন চারটি শতক এবং ৬টি অর্ধশতক। যেখানে তার ব্যাট থেকে এসেছে ৭৮টি বাউন্ডারি আর ৩৬টি ওভার বাউন্ডারি।

পাকিস্তানের হয়ে ১০৪ টেস্টে ৪১৪ উইকেটের মালিক আকরাম বলেন, কোহলির ব্যাট করার ক্ষমতা আর খেলার টেকনিক সবই অসাধারণ। সে কখনই রিভার্স শট কিংবা ল্যাট শট খেলে না। সে সব সময় সঠিক শটটিই বেছে খেলে। আর সেটিও ব্যাটের মাঝ বরাবর। সোজা ব্যাটে খেলে ধারাবাহিকভাবেই কোহলি রান করে যাচ্ছে। একজন বোলার হিসেবে আমিও যদি তার বিপক্ষে বল করতাম, নিশ্চিত আমিও চিন্তায় পড়ে যেতাম।

পাকিস্তানের হয়ে ৩৫৬ ওয়ানডেতে ৫০২ উইকেট দখল করা আকরাম আরও জানান, নিজের ক্যারিয়ারে আমি কোহলির মতো ব্যাটসম্যান আর একজনকেই দেখেছি। সে হচ্ছে শচীন টেন্ডুলকার। বর্তমানের কোহলি অনেকটা ওয়ানডেতে ওপেনিংয়ে নামা শচীনের মতো। তাকে আউট করার কোনো সুযোগ পাওয়া যেতো না। ব্যাটসম্যান হিসেবে কোহলিও আউট করার সুযোগই দেয় না।

সাদা পোশাকে আকরাম ব্যাট হাতেও দারুণ খেলেছিলেন। তিনটি শতকের পাশাপাশি তার রয়েছে সাতটি অর্ধশতক। কোহলি প্রসঙ্গে আকরাম যোগ করেন, এবারের আইপিএলের আসরে এখন পর্যন্ত কোহলি ৩৬টি ছক্কা হাঁকিয়েছে। আমি টেস্ট ক্যারিয়ারে ৫০-এর বেশি (৫৭টি) ছক্কা হাঁকিয়েছিলাম। সে সময় ছক্কা বলে-কয়ে হাঁকানো সম্ভব ছিলনা। কিন্তু, কোহলির দিকে তাকিয়ে দেখুন কতটা আত্মবিশ্বাস নিয়ে সে ওভার বাউন্ডারি হাঁকাচ্ছে। চিন্তা করুন কতটা পাওয়ার তার শটগুলোতে, সে কতটা শক্তহাতে ব্যাট করে? তার ব্যাটিং দেখাটা সত্যিই তৃপ্তিদায়ক। তবে, তার বিপক্ষে বল করাটা তৃপ্তিদায়ক নয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২৭ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।