ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ইউল্যাবকে হারিয়ে সেমিতে ডিআইইউ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, মে ২৭, ২০১৬
ইউল্যাবকে হারিয়ে সেমিতে ডিআইইউ

ঢাকা: ‘ডিআইইউ আন্তঃবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬’ এর ম্যাচে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ৪৮ রানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) কে ৪৮ রানে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

 

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া মনোভাব ও ক্রীড়া চর্চা উন্নয়ন এবং পারস্পরিক মিথস্ক্রিয়তা সম্প্রসারণের লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে শুরু হয় ‘ডিআইইউ আন্তঃবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬’।

শুক্রবার (২৭ মে) টুর্নামেন্টের দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং দ্বিতীয় খেলায় ব্র্যাক ইউনিভার্সিটি ৩৪ রানে সিটি ইউনিভার্সিটিকে পরাজিত করে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ১৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে। দলের হয়ে লিংকন সর্বোচ্চ ৫৪ এবং দীপু ৪৪ রান করেন। ইউল্যাব’ এর  নিলয় ৩৮ রানে ৩টি উইকেট লাভ করেন। জবাবে ইউল্যাব সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। ইউল্যাবের জিয়াউল সর্বোচ্চ ৬১ রান করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তানভীর ৩৮ রানের বিনিময়ে ৩টি উইকেট লাভ করেন। ড্যাফোডিলের লিংকন ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন।    

দ্বিতীয় খেলায় ব্র্যাক ইউনিভার্সিটি ৩৪ রানে সিটি ইউনিভার্সিটিকে পরাজিত করে। ব্র্যাক ইউনিভার্সিটি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং সব কটি উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে। ব্র্যাক ইউনিভার্সিটির নিবির সর্বোচ্চ ৭৪ রান করেন। সিটি ইউনিভার্সিটির সাজ্জাদ ২৬ রানের বিনিময়ে ৩টি উইকেট লাভ করেন। জবাবে সিটি ইউনিভার্সিটি ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। সিটির জলিল সর্বোচ্চ ২৭ রান করেন। ব্র্যাক ইউনিভার্সিটির নিবির ১৬ রানে ২টি উইকেট লাভ করেন। ব্র্যাকের নিবির ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ২৭ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।