ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

রুট-হেলসের ব্যাটে ইংলিশদের দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, মে ২৮, ২০১৬
রুট-হেলসের ব্যাটে ইংলিশদের দিন ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিজ জয়ের মিশনে ইংল্যান্ডের শুরুটা ভালোই হলো। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ইংলিশদের সংগ্রহ ছয় উইকেটে ৩১০ রান।

এর আগে হেডিংলি টেস্টে লঙ্কানদের ইনিংস ও ৮৮ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে লিড নেয় স্বাগতিকরা।

চেস্টার লি-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। অনন্য রেকর্ড ছোঁয়া থেকে মাত্র পাঁচ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন অ্যালিস্টার কুক (১৫)। টেস্টে সবচেয়ে কম বয়সে শচীন টেন্ডুলকারের ১০ হাজার রেকর্ড ভাঙার সামনে ইংলিশ অধিনায়ক।

তৃতীয় উইকেটে অ্যালেক্স হেলসের (৮৩) সঙ্গে ৯৬ ও জেমস ভিঞ্চির (৩৫) চতুর্থ উইকেট জুটিতে ৫৯ রান যোগ করেন জো রুট (৮০)। রুট-হেলসের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে চ্যালেঞ্জির সংগ্রহের পথে ইংলিশরা।

ছয় নম্বরে ব্যাট করতে নামা জনি বেয়ারস্টো ৪৮ রানের ইনিংস খেলে আউট হন। মঈন আলী ২৮ ও ক্রিস উকস ৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামবেন।

নুয়ান প্রদীপ তিনটি, মিলিন্ডা সিরিবর্ধনে দু’টি ও বাকি উইকেটটি নেন সুরাঙ্গা লাকমাল।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এমআরএম

** 
শচীনের রেকর্ড ভাঙতে অপেক্ষা বাড়লো কুকের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।