ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বিলম্বে শুরু আবাহনী-দোলেশ্বর ম্যাচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মে ২৮, ২০১৬
বিলম্বে শুরু আবাহনী-দোলেশ্বর ম্যাচ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর

বিকেএসপি থেকে: সকালে টানা দুই ঘণ্টার বৃষ্টিতে প্রিমিয়ার লিগের আবাহনী লিমিটেড ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার ম্যাচটি শুরু হতে বিলম্ব হয়। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ভারী বর্ষণ থামে সাড়ে ১০টায়।

বৃষ্টি শেষে বিকেএসপির তিন নম্বর মাঠকে খেলার উপযোগী করার কাজে নামেন গ্রাউন্ডসম্যানরা।

দুপুর একটার পর শুরু হয় ম্যাচটি। দুই দলের জন্য ২৮ ওভার করে নির্ধারণ করা হয়েছে। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আবাহনীর দলপতি তামিম ইকবাল। দলে আছেন আইপিএল থেকে ফেরা সাকিব আল হাসান।

এর আগে ম্যাচ নিয়ে অনিশ্চয়তা থাকলেও মুষলধারে বৃষ্টি দারুণ উপভোগ করেছেন দুই দলের ক্রিকেটাররা। ডেসিংরুমেই চা, কফির সঙ্গে আড্ডা, দুষ্টুমিতে মেতেছিলেন তারা।

আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল সতীর্থদের নিয়ে ড্রেসিংরুমেই ব্যাটিং অনুশীলন শুরু করে দেন। আইপিএল খেলে আসা সাকিব আল হাসান যোগ দেন আবাহনীর ডেরায়।  

প্রাইম দোলেশ্বরের বেশিরভাগ ক্রিকেটার ড্রেসিংরুমে থাকলেও নাসির হোসেন, আল আমিন, রনি তালুকদাররা বৃষ্টির থই থই পানিতে পা মাড়াতে মাঠে নেমে দুষ্টুমিতে মাতেন।

পয়েন্ট টেবিলের দিকে তাকালেই এই ম্যাচটার গুরুত্ব অনুধাবন করা যায়। প্রাইম দোলেশ্বর জিতলে সুপার লিগ প্রায় নিশ্চিত হবে দলটির।   আর আবাহনী জিতলে সুপার লিগের স্বপ্ন ভালোভাবে টিঁকে থাকবে তাদের। দুই দলের কাছেই তাই সমান গুরুত্ব পাচ্ছে প্রিমিয়ার লিগের নবম রাউন্ডের ম্যাচটি।

আজ ম্যাচটি মাঠে না গড়ালে আগামীকাল রিজার্ভ ডে-তে এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয়নি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও কলাবাগান ক্রিকেট একাডেমির ম্যাচটিও।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুশফিকুর রহিমের মোহামেডানের বিপক্ষে ৮.২ ওভার ক্রিকেট কোচিং স্কুল দুই উইকেটে ৩৪ রান তোলার পর বৃষ্টি শুরু হলে বন্ধ হয়ে যায় ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ২৮ মে ২০১৬  আপডেট: ১৩১৫ ঘণ্টা
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।