ঢাকা: প্রথমবারের মতো আইপিএলের শিরোপা ঘরে তুলতে মরিয়া সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যেল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রোববার চেন্নাইয়ের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
চলতি আসরে প্রথম পর্বে দুবারের দেখায়, প্রথমবার হায়দ্রাদকে ৪৫ রানে হারিয়েছিলো বেঙ্গালুরু। তবে দ্বিতীয় ম্যাচে হায়দ্রাবাদের মাঠে ১৫ রানে হেরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্সরা। তাই উভয় দলই আগেরবার হারানোর সামর্থ্যকে কাজে লাগিয়ে শিরোপা ঘরে তুলতে চায়।
এদিকে ফাইনাল ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়ে রয়্যেল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মাঠে নামলেও চোট সমস্যা ভোগাচ্ছে হায়দ্রাবাদকে।
দলের গুরুত্বপূর্ণ বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানের হ্যামস্ট্রিং ইঞ্জুরির জন্য এলিমেনেটর রাউন্ডে তাকে দলে পায়নি হায়দ্রাবাদ। এবার ফাইনালের মত বড় ম্যাচেও এই প্রতিভাবান বোলারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে । যদি শেষ পর্যন্ত শঙ্কা বাস্তবে রুপ নেয় তাহলে ফাইনালের ম্যাচেও মুস্তাফিজ বিহীন একাদশ নিয়ে মাঠে নামতে হবে ডেভিড ওয়ার্নারদের।
এছাড়া ইঞ্জুরির জন্য আগেই ছিটকে যাওয়া আশিস নেহরার অভাবও থাকবে এই ম্যাচে। তবে ব্যাটিং লাইনের পাশাপাশি শক্তিশালী বোলিং লাইন-আপ দিয়ে ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী ডেভিড ওয়ার্নাররা।
অন্যদিকে গেইল-কোহলি, ভিলিয়ার্সদের জ্বলে উঠার অপেক্ষায় ব্যাঙ্গালুরু। কেননা প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন ব্যাট হাতে তাদের নাস্তানুবাদ করতে এদের আর কোন জুরি নেই! তাই ফাইনালে ব্যাঙ্গালুরুর জন্য মূল খেলোয়াডড়ের ভূমিকা পালন করবে এরাই। পাশাপাশি বল হাতে থাকবে চাহাল, ওয়াটসনরা। তবে সানরাইজার্স শিবিরে ব্যাট হাতে ওয়ার্নার, যুবরাজদের বিপরীতে বল হাতে গুরু দায়িত্ব থাকবে ভুবেনেশ্বর কুমার, বরীন্দ্র স্রানদের পক্ষেও।
সম্ভাব্য একাদশঃ
সানরাইজার্স হায়দ্রাবাদঃ ডেভিড ওয়ার্নার , শিখর ধাওয়ান, মইসেস হেনরিকেস , যুবরাজ সিং, দীপক হুদা , বেন কাটিং , নামান ওঝা, ভুবনেশ্বর কুমার, বিপুল শর্মা, বরীন্দ্র স্রান, মুস্তাফিজুর রহমান / ট্রেন্ট বোল্ট।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুঃ ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, রাহুল, শেন ওয়াটসন, স্টুয়ার্ট বিনি , শচীন বেবী, ক্রিস জর্ডান, ইকবাল আবদুল্লাহ , এস অরবিন্দ এবং চাহাল।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ২৯ মে, ২০১৬
এমএমএস