ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কলাবাগানকে সহজেই হারালো প্রাইম ব্যাংক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মে ২৯, ২০১৬
কলাবাগানকে সহজেই হারালো প্রাইম ব্যাংক ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মিরপুর থেকে:  বৃষ্টির কারণে ২১ ওভারে নেমে আসা ম্যাচটিতে কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৮৯ রানে অলআউট করে গতকালই জয়ের পথটা সহজ করে রেখেছিল প্রাইম ব্যাংক। রিজার্ভ ডেতে বাকি কাজটা সহজেই সেরে ফেললো তারা।

রোববার সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০.৩ ওভারে দুই উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে প্রাইম ব্যাংক। ৯ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সুপার লিগের সম্ভাবনা টিকিয়ে রাখলো দলটি।

সাব্বির রহমান ২৯ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৪০ রান করে অপরাজিত থাকেন। সাব্বিরের সঙ্গে নুরুল হাসান সোহান ১৭ বলে ১৫ রান করে অপরাজিত থাকলে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক। ওপেনার  শানাজ আহমেদের ব্যাট থেকে আসে ১৩ বলে ২২ রান।

কলাবাগানের বোলাল আবু জায়েদ রাহি ও মেহেদি হাসান মিরাজ নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে গতকাল শনিবার (২৮ মে) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নবম রাউন্ডের ম্যাচে আগে ব্যাট করা কলাবাগান ২১ ওভারে ৮৯ রান করেই গুটিয়ে যায়। বৃষ্টির কারণে ম্যাচটি ২১ ওভারে নামিয়ে আনা হয়। প্রাইম ব্যাংক ব্যাটিংয়ে নামার আগে আবারো বৃষ্টি নামলে রিজার্ভ ডে’তে ম্যাচটি মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

কলাবাগনের হয়ে ইনিংস সর্বোচ্চ ১৯ রান করেন মেহেদি হাসান মিরাজ। এছাড়া, ওপেনার ইরফান শুক্কুর ১২, তাপস ঘোষ ১২, প্রসেনজিত ১১ এবং আবদুল হালিম ১১ রান করেন। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের দেখা পাননি।

প্রাইম ব্যাংকের হয়ে তিনটি করে উইকেট দখল করেন মোহাম্মদ আজিম ও মনির হোসেন।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ২৯ মে, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।