ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

নতুন বোলিং কোচ পাচ্ছে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মে ২৯, ২০১৬
নতুন বোলিং কোচ পাচ্ছে টাইগাররা

ঢাকা: বাংলাদেশের পেস বোলিং কোচ হিথ স্ট্রিক চলে যাওয়ায় নতুন বোলিং কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোচের প্রাথমিক তালিকায় আছেন এই উপমহাদেশের চারজন কোচ।

 

বিসিবি পরিচালক জালাল ইউনুস রোববার (২৯ মে) দুপুরে সাংবাদিকদের জানান, আগামী ১৫ দিনের মধ্যে আমরা নতুন বোলিং কোচের নাম জানাতে পারবো। চারজন কোচের সাথে আমাদের কথা হয়েছে।

কোচের তালিকায় কারা আছেন তাদের নাম জানতে চাইলে জালাল ইউনুস বলেন, এ মুহূর্তে তারা অন্য দেশের সঙ্গে কোচ হিসেবে যুক্ত আছেন। চূড়ান্ত হওয়ার আগে তাদের নাম প্রকাশ করলে তাদের সমস্যা হতে পারে। তবে এই উপমহাদেশের কোচই নিয়োগ দেয়া হবে।

২০১৪ সালে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন স্ট্রিক। এই মাসেই তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। গত বৃহস্পতিবার স্ট্রিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন, তিনি চুক্তি নবায়ন করবেন না। দুই বছরে মোট ৪৫০ দিন কাজ করার চুক্তিতে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন এই জিম্বাবুইয়ান।

ট্রিকের স্থলাভিষিক্ত কে হবেন তা এখনও জানা না গেলেও একটি সূত্র থেকে জানা যায়, বোর্ডের পছন্দের তালিকায় আছেন শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাস, পাকিস্তানের আকিব জাভেদ ও ভারতের ভেঙ্কটেশ প্রসাদ। এছাড়া এই তালিকায় আরও আছেন বাংলাদেশেরই সাবেক বোলিং কোচ শ্রীলঙ্কার চম্পকা রামানায়েকে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ২৯ মে ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।