ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

সিনিয়র, তরুণদের নিয়ে পাকিস্তানের স্কোয়াড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মে ২৯, ২০১৬
সিনিয়র, তরুণদের নিয়ে পাকিস্তানের স্কোয়াড ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। পাকিস্তানের কাকুল মিলিটারি একাডেমিতে ৩১ জন ক্রিকেটারকে নিয়ে অনুশীলন ক্যাম্পটি শুরু হয়।

 

প্রাথমিক স্কোয়াডে থাকা ৩১ ক্রিকেটারকে নিয়ে শুরু হয় প্রায় দুই সপ্তাহের ক্যাম্পটি। তবে, পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম উল হক জানিয়েছেন ২১ ক্রিকেটারকে নিয়ে ইংল্যান্ডে যাবে পাকিস্তান।

এক টেলিভিশন সাক্ষাৎকারে ইনজামাম জানান, যে ২১ ক্রিকেটারকে আমরা নির্বাচন করেছি তাদের প্রত্যেকের আগের পারফর্ম আর বর্তমান পারফর্ম দেখেই নির্বাচন করা হয়েছে। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে এই দলে তরুণদেরও সুযোগ দেওয়া হয়েছে। ক্রিকেটারদের স্কিল দেখেই দলে রাখা হবে।

অনুশীলন ক্যাম্পে ইনজুরিতে পড়েছেন সোয়েব মাকসুদ এবং ইয়াসির শাহ। এই দুই ক্রিকেটারের ইনজুরি অতটা মারাত্মক নয় বলে জানান ইনজামাম। দু’জনকেই ইংল্যান্ড সফরে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন পাকিস্তানের প্রধান নির্বাচক।

জুনের মাঝামাঝি সময়ে ইংল্যান্ড সফর করবে পাকিস্তান। সফরে ৪টি টেস্ট, ৫টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।

বোর্ডের একটি সূত্র থেকে জানানো হয় নির্বাচিত খেলোয়াড়দের মধ্যে রয়েছেন:

মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, ইফতেখার আহমদ, আজহার আলী, খুররম মনজুর, শান মাসুদ, ইউনিস খান, মিসবাহ-উল-হক, আসাদ শফিক, আকবর-উর-রেহমান, আসিফ জাকির, মোহাম্মদ আমির, রাহাত আলী, ইমরান খান, সোহেল খান, জুনায়েদ খান, এহসান আদিল, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ ও জুলফিকার বাবর।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ২৯ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।