ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোহিত শর্মার ‘৪৫’ এর গল্প

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, জুন ১, ২০১৬
রোহিত শর্মার ‘৪৫’ এর গল্প ছবি: সংগৃহীত

ঢাকা: খেলোয়াড়দের জার্সি নম্বরের পেছনে কত কারণই তো থাকে! ক্রিকেটারদের থেকে ফুটবলারদের বেশি দেখা যায় জার্সি নম্বর নিয়ে মাথা ঘামাতে। নিছকই কোনো নম্বরের প্রতি আকর্ষণ থেকেও খেলোয়াড়রা নিজেদের জার্সি নম্বর নির্বাচন করে থাকেন।

 

ভারতীয় ‘হিটম্যান’ খ্যাত রোহিত শর্মার জার্সি নম্বরটা খেয়াল করেছেন কখনো? জাতীয় দলে হোক, কিংবা আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় তিনি ‘৪৫’ নম্বর জার্সিটা পড়েই মাঠে নামেন।

সব জায়গায় ভারতীয় এই তারকা ব্যাটসম্যানের জার্সির পেছনে শোভা পায় ‘৪৫’ সংখ্যাটা। কিন্তু ‘৪৫’ কেন?

এর উত্তর দিতে গিয়ে রোহিত শর্মা জানান, ‘এটা আসলে কোনো গোপন বিষয়ের কারণে নয়। সকলেই তার প্রিয় সংখ্যার জার্সি পেতে চায়। আমিও আমার পছন্দের ‘১৯’ সংখ্যাটা জার্সির পেছনে চেয়েছিলাম। এটার পেছনে কোনো গল্প ছিল না। কিন্তু, আমি সেটা পাইনি। ’

রোহিত শর্মা যোগ করেন, আমার মনে আছে শ্রীলঙ্কায় আমি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিলাম। সে সময় আমাদের জার্সির পেছনে কোনো নম্বর দেওয়া ছিল না। কিন্তু, সেই আসরে টিভিস্বত্ত্ব পাওয়ায় আমাদের পরে জার্সির পেছনে নম্বর দিতে অনুরোধ করা হয়। সেখানেও আমি ‘১৯’ সংখ্যাটাই চেয়েছিলাম। কিন্তু, দুর্ভাগ্য যে ওই নম্বরটা আরেকজন পাওয়ায় আমাকে অন্য কোনো সংখ্যা বেছে নিতে বলা হয়। ’

রোহিত আরও জানান, ‘এ অবস্থায় কি করব ভেবে পাচ্ছিলাম না। আমি ফোন করে মাকে জিজ্ঞেস করি। মা’কে বলি একটা সংখ্যা বেছে দিতে। তিনিই আমাকে ‘৪৫’ সংখ্যাটা বেছে নিতে বলেন। ব্যাস, এরপর থেকে এটাই আমার প্রিয় সংখ্যা হয়ে ওঠে। আর এই ‘৪৫’ নম্বর জার্সিটাই আমার প্রিয় জার্সি হয়ে ওঠে। ’

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, ০১ জুন ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।