ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ধোনি-কোহলি-ভিলিয়ার্স-রায়নাদের দলে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, জুন ১, ২০১৬
ধোনি-কোহলি-ভিলিয়ার্স-রায়নাদের দলে মুস্তাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: প্রতি বছরের মতো এবারও ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘দ্য সিয়াট ক্রিকেট অ্যাওয়ার্ডস’। ২০১৫-১৬ মৌসুমের সেরা ক্রিকেটারদের বর্ষসেরা নির্বাচন করে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ঘোষণা করা হয় ‘সিয়াট টি-টোয়েন্টি ড্রিম টিম’। যেখানে কাটার স্পেশালিস্ট মুস্তাফিজের নাম রয়েছে।

 

বাংলাদেশের হয়ে অভিষেকের পর থেকেই ক্রিকেট বিশ্বকে চমকে দিচ্ছেন মুস্তাফিজ। বাংলাদেশি এই পেসার শুধু দেশের ভেতরেই নয়, ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছেন। সদ্য সমাপ্ত আইপিএলে প্রথমবারের মতো খেলতে গিয়েই দলকে চ্যাম্পিয়নের শিরোপা জিতিয়েছেন। আর এতোসব অর্জনের কারণে ‘সিয়াট টি-টোয়েন্টি ড্রিম টিম’ এ তাকে বেশ গুরুত্ব দিয়েই রাখা হয়েছে।

মুস্তাফিজের সঙ্গে এই দলে বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে রয়েছেন রোহিত শর্মা, এবিডি ভিলিয়ার্স, মিচেল স্টার্ক, অমিত মিশ্র, বিরাট কোহলি, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়ার্নার, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, রবীচন্দ্রন অশ্বিন।

টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা ভারতের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আইপিএলের রানমেশিন বিরাট কোহলি টি-টোয়েন্টির বর্ষসেরা পুরস্কার জেতেন। শ্রেয়ার্স ইয়ার জেতেন বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটারের পুরস্কার।

নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গাপটিল বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হন। এছাড়া, ভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা হন কিউই তারকা কেন উইলিয়ামসন, টিম ইন্ডিয়ার রবীচন্দ্রন অশ্বিন আর আজিঙ্কা রাহানে।

অনুষ্ঠানে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদেরও সম্মানিত করা হয়েছে। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জুনিয়ররা রানার্সআপ হয়। দলের হয়ে দুর্দান্ত খেলা রিশব প্যান্ট বর্ষসেরা তরুণ ক্রিকেটারের পুরস্কার জেতেন।

এক নজরে দেখে নেওয়া যাক পুরস্কার পাওয়াদের তালিকা:
বিরাট কোহলি (ভারত): বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার (আইপিএলে চারটি সেঞ্চুরি আর সাতটি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ৯৭৩ রান)
রবীচন্দ্রন অশ্বিন: বর্ষসেরা আন্তর্জাতিক বোলার
জো রুট (ইংল্যান্ড): বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার
কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড): বর্ষসেরা টেস্ট ক্রিকেটার
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড): বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার
রোহিত শর্মা (ভারত): বর্ষসেরা ভারতীয় ক্রিকেটার
রিশব প্যান্ট (ভারত): বর্ষসেরা তরুণ ক্রিকেটার
শ্রেয়ার্স ইয়ার (ভারত): বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটার (২০১৫-১৬ রঞ্জিতে ১৩২১ রান)
আজিঙ্কা রাহানে (ভারত): বর্ষসেরা বিশেষ ক্রিকেটার (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ডিসেম্বরে টেস্টে জোড়া সেঞ্চুরি)
দীলিপ ভেঙ্গসরকার (ভারত): জীবনকৃতী সম্মানে ভূষিত

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, ০১ জুন ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।