ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড সফর মিস করছেন দিলশান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জুন ১, ২০১৬
ইংল্যান্ড সফর মিস করছেন দিলশান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে তিলকরত্নে দিলশানের খেলা হচ্ছে না। বিষয়টি তিনি শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) অবহিত করেছেন।

সম্পূর্ণ ব্যক্তিগত কারণবশত ইংল্যান্ড সফরে যাবেন না বলে নিশ্চিত করেন ৩৯ বছর বয়সী এ অভিজ্ঞ ব্যাটসম্যান।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষেই ডাবলিনে আইরিশদের বিপক্ষে ‍দু’টি ওয়ানডে ম্যাচ খেলবে লঙ্কানরা। এরপরই পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে ইংলিশদের মুখোমুখি হবে। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। লর্ডসে মান বাঁচানোর লড়াইয়ে আগামী ৯ জুন তৃতীয় টেস্টে মাঠে নামবেন অ্যাঞ্জেলো ম্যাথিউসরা।

দিলশানের অনুপস্থিতি শ্রীলঙ্কার জন্য একটা বড় ধাক্কাই বটে! সীমিত ওভারের ক্রিকেটে লঙ্কানদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান তিনি। ওয়ানডেতে ২০১৫ সালে ব্যাট হাতে ১২০৭ রান করেছিলেন তিনি। গড় ৫২.৪৭। যা বছরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দিলশানকে তৃতীয় স্থানে নিয়ে যায়।

সীমিত ওভারের সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি এসএলসি। আয়ারল্যান্ডে আগামী ১৬ ও ১৮ জুন দু’টি ওয়ানডে খেলবে লঙ্কানরা। এরপর ইংল্যান্ডে ফিরে ২১ জুন নটিংহামে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে তারা। বাকি চার ম্যাচ হবে যথাক্রমে ২৪, ২৬, ২৯ জুন, ২ জুলাই। ৫ জুলাই সাউদাম্পটনে একমাত্র টি-টোয়েন্টি শেষে দেশে ফিরবে সফরকারীরা।

প্রসঙ্গত, ২০১৩ সালের অক্টোবরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন দিলশান। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত টি-২০বিশ্বকাপ চলাকালীন সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানানোর বিষয়ে ভাবছেন না বলেই নিশ্চিত করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, জুন ০১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।