ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সাংবাদিকদের ফাঁকি দিয়ে খালা বাড়িতে ‘দ্য ফিজ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জুন ১, ২০১৬
সাংবাদিকদের ফাঁকি দিয়ে খালা বাড়িতে ‘দ্য ফিজ’ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের কামালনগরে খালা বাড়িতে দুই মিনিটের যাত্রাবিরতি করলেন ‘দ্য ফিজ’ খ্যাত কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

মঙ্গলবার দিবাগত রাতে যশোর এয়ারপোর্ট থেকে সড়ক পথে নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

পথে পুরোটাই ফাঁকি দিয়েছেন সংবাদ কর্মীদের। স্থানীয় সংবাদ কর্মীরা সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ে অপেক্ষা করলেও তাদের ফাঁকি দিয়ে দ্য ফিজকে বহনকারী গাড়িটি ঢুকে পড়ে কামালনগরে। সেখানে খাল‍া বাড়িতে দুই মিনিট যাত্রা বিরতি করেন তিনি।

এ সময় খালু আনিছুর রহমান ও খালাম্মার সঙ্গে কুশল বিনিময় করে মিষ্টি মুখে নিয়েই রাত ১০টা ১০ মিনিটে রওনা হন বাড়ির পথে।

বাংলাদেশ সময়:  ১০১৩ ঘণ্টা, জুন ১, ২০১৬
এসআরএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।