ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্ট ক্রিকেটে কুলাসেকারার বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জুন ১, ২০১৬
টেস্ট ক্রিকেটে কুলাসেকারার বিদায় ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে শ্রীলঙ্কা দলে সুযোগ পাননি। সাদা পোশাকে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তাও প্রায় দু’বছর হয়ে গেল।

এবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন শ্রীলঙ্কান পেস তারকা নুয়ান কুলাসেকারা।

এক বিবৃতিতে কুলাসেকারাকে উদ্ধৃত করে বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি), ‘এ মুহূর্ত থেকে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। অনেক ভেবেচিন্তে দেখলাম অবসর নেওয়ার এটাই উপযুক্ত সময় এবং আশা করছি, এটা আমাকে ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে ভালো প্রস্তুতির সুযোগ করে দেবে। নিজের সেরাটা দিয়েই শ্রীলঙ্কার হয়ে খেলা চালিয়ে যেতে চাই। ’

নেপিয়ারে ২০০৫ সালের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে কুলাসেকারার অভিষেক ঘটে। ২১ টেস্টে নিয়েছেন ৪৮টি উইকেট। ২০১৪ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন ৩৩ বছর বয়সী অভিজ্ঞ পেসার।

ইংল্যান্ড সফরে এখনো ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেনি এসএলসি। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্ট হেরে সিরিজ হাতছাড়া করেছে লঙ্কানরা। লর্ডসে আগামী ৯ জুন মান বাঁচানোর লড়াইয়ে মাঠে নামবেন অ্যাঞ্জেলো ম্যাথিউসরা।

টেস্ট সিরিজ শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি ওয়ানডে (১৬ ও ১৮ জুন) খেলবে লঙ্কানরা। এরপরই পাঁচ ওয়ানডে (২১, ২৪, ২৬, ২৯ জুন, ২ জুলাই) ও ৫ জুলাই একমাত্র টি-টোয়েন্টি খেলে দেশে ফিরবে সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুন ০১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।