ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের দুর্দান্ত বোলিংয়ে সহজ লক্ষ্য আবাহনীর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জুন ১, ২০১৬
সাকিবের দুর্দান্ত বোলিংয়ে সহজ লক্ষ্য আবাহনীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: আইপিএল খেলে এসে প্রিমিয়ার লিগে খেলতে নেমেই আবাহনীর জয়ে রেখেছিলেন দারুণ ভূমিকা। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে গুরুত্বপূর্ন ম্যাচটিতে বল হাতে এক উইকেট ও ব্যট হাতে ৪৫ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন সাকিব আল হাসান।

এবার প্রাইম ব্যাংকের রানের লাগাম টেনে ধরলেন বল হাতে অসাধারণ নৈপুন্য দেখিয়ে।

বুধবার (১ জুন) বিকেএসপির তিন নম্বর মাঠে ১০ ওভারে একটি মেডেনসহ মাত্র ৩৫ রান দিয়ে নেন চার উইকেট। প্রাইম ব্যাংকের টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান আবাহনীর এই ক্রিকেটার। চাপে পড়া প্রাইম ব্যাংক পরে খুব দূর যেতে পারেনি। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে ২৪০ রান তুলেছে।
 
ইনিংসের পঞ্চম ওভারেই বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। প্রথম ওভারে দেন ২ রান। নিজের দ্বিতীয় ওভারে সাকিব ইনফর্ম ব্যাটসম্যান সাব্বির রহমানকে ০ রানে সাজঘরে ফেরান। সাকিবের তৃতীয় ওভারের প্রথম পাঁচ বলে কোনো রান নিতে পারেননি ভারতীয় ব্যাটসম্যান উন্মুখ চান্দ। শেষ বলে চান্দ এলবিডব্লি‌উ হলে গেলে মেডেন উইকেট পান সাকিব।  

এর পর নিজের পঞ্চম ওভারে সাকিব তৃতীয় উইকেটের দেখা পান। ওপেনার মেহেদি মারুফকে (২৬) বোল্ড করলে ৭৯ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে প্রাইম ব্যাংক। প্রথমে দুটি স্পেলে ৭ ওভার বোলিং করেন সাকিব আল হাসান। ১৩ রানের বিনিময়ে আউট করেন প্রাইম ব্যাংকের সেরা তিন ব্যাটসম্যানকে।

শেষ স্পেলের তিন ওভারে অবশ্য বেশ খরুচে ছিলেন সাকিব। ২২ রান দিয়ে নেন একটি উইকেট। সাকিব ছাড়াও অসাধারণ বোলিং করেছেন আরেক বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব। ১০ ওভারে ৩৭ রান দিয়ে নেন তিনটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নাজমুল হাসান শান্ত ও মোসাদ্দেক হোসেন সৈকত।  

প্রাইম ব্যাংকের নুরুল হাসান সোহান সর্বোচ্চ ৪৬ রান করেন, তাইবুর রহমানের ব্যাট থেকে আসে ৪৩।  শুভাগত হোম ২৯ ও শেষ দিকে মনির হোসেনের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৫ রানের অপরাজিত ইনিংস।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুন ০১, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।