ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সিসিএসকে হারিয়ে একাডেমির দ্বিতীয় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জুন ১, ২০১৬
সিসিএসকে হারিয়ে একাডেমির দ্বিতীয় জয় ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বৃষ্টি–বিঘ্নিত ম্যাচে ক্রিকেট কোচিং স্কুলকে পাঁচ উইকেটে হারিয়ে প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয়ের দেখা পেল কলাবাগান ক্রিকেট একাডেমি। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দশম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের তলানীর দল দুটি।

সিসিএসের দেয়া ১৮৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে  ২৬.৪ ওভারে দুই উইকেট হারিয়ে ১১১ রান তোলার পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে কিছুটা সময় নষ্ট হওয়ায় ৪৯ ওভারে ১৮৪ রানের নতুন লক্ষ্যমাত্রা পায় দলটি। ভারতীয় ব্যাটসম্যান জতিন সাক্সেনার ৮৭ ও মাহমুদুল হাসানের ৪৬ রানের ইনিংসে ভর করে ৪০.১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে কলাবাগান ক্রিকেট একাডেমি।

তৃতীয় উইকেটে সাক্সেনা ও মাহমুদুল ১০৯ রানের জুটি গড়ে জয়ের দিকে নিয়ে যান দলকে। তাপস ঘোষ ১৬ ও নুরুজ্জামান ৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।  

সিসিএসের পক্ষে নাসুম আহমেদ ও সালেহ আহমেদ শাওন নেন দুটি করে উইকেট। মোহাম্মদ সাইফুদ্দিন নেন একটি উইকেট।  

এর  আগে টস জিতে আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে সিসিএস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন অমিত মজুমদার। ইনজুরি কাটিয়ে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন ২৮ ও আশরাফুন নবী করেন ২৭ রান।

১০ ওভারে ৩৭ রান দিয়ে তিন উইকেট নেন মাহমুদুল হাসান।   সমান ওভারে ২৬ রান দিয়ে দুই উইকেট নেন জটিন সাক্সেনা।   আবু জায়েদ রাহি, বিশ্বনাথ হালদার, মেহেদি হাসান মিরাজ ও নুরুজ্জামান নেন একটি করে উইকেট।
 
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ০১ জুন, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।