ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

গাজী গ্রুপকে হারিয়ে সুপার লিগে দোলেশ্বর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুন ১, ২০১৬
গাজী গ্রুপকে হারিয়ে সুপার লিগে দোলেশ্বর বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মিরপুর থেকে: প্রথম দল হিসেবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগ নিশ্চিত করেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বুধবার (০১ জুন) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে পাঁচ উইকেটে হারিয়ে দশ ম্যাচে সপ্তমবার জয়ের দেখা পেল তারা।

১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন দোলেশ্বরই।
 
গাজী গ্রুপের দেয়া ২১৪ রানের জয়ের টার্গেট পাঁচ উইকেট ও ছয় বল থাকতে অতিক্রম করে দোলেশ্বর। বল হাতে তিন উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৬১ বলে ৫৯ রানের ইনিংস খেলে দলকে জেতান ভারতীয় ক্রিকেটার আশোক মানেরিয়া। রনি তালুকদার ৪৩ ও নাসির হোসেনের ব্যাট থেকে আসে ৪০ রান।
 
২১৩ রান করেও ম্যাচ জমিয়ে তুলেছিল গাজী গ্রুপের বোলাররা।   শুরু থেকেই দোলেশ্বরের রানের গতি বাড়তে দেননি। দোলেশ্বরের দলীয় ১০০ রান পূর্ণ হয় ইনিংসের ৩০তম ওভারে।

শেষ পাঁচ ওভারে দোলেশ্বরের জয়ের জন্য ৩২ রানের প্রয়োজন পড়ে। সেখান থেকে সাবলীল ব্যাটিংয়ে এক ওভার আগেই ম্যাচ জিতে নেয় দোলেশ্বর।

এ জয়ে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে  চতুর্থ ও পঞ্চম উইকেট জুটি।   ৭০ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে নাসির  হোসেন ও অশোক মানেরিয়া ৬৪ রানের জুটি গড়েন। মোহাম্মদ শরিফের বলে নাসির হোসেন বোল্ড হলে ভাঙ্গে জুটিটি।   এর পর মারেরিয়ার সঙ্গে ৭০ রানের জুটি গড়ে দলকে জয়ের খুব কাছে নিয়ে রান আউট হন রনি তালুকদার।

জয় থেকে তখন ১০ রান দূরে দোলেশ্বর। শেষ অবধি ফরহাদ রেজার বাউন্ডারিতে আসে জয়সূচক রান। ৬ বলে ১১ রান করে অপরাজিত থাকেন দোলেশ্বরের এ অধিনায়ক।
 
সাজেদুল ইসলাম, মোহাম্মদ শরিফ, অলক কাপালি ও মেহেদি হাসান একটি করে উইকেট নেন।
 
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে  ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান আসে পাঁচ নম্বরে নামা ইলিয়াস সানীর ব্যাট থেকে। শেষ দিকে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলের ইনিংসকে দু’শোর ঘরে নিয়ে যান মোহাম্মদ শরিফ। নবম উইকেট ফরহাদ হোসেনকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন মোহাম্মদ শরিফ।

বাঁহাতি স্পিনার অশোক মানেরিয়া ৯ ওভারে ২৯ রান দিয়ে নেন তিন উইকেট।   ফরহাদ রেজা দুটি ও রাহাতুল ফেরদৌস নিয়েছেন একটি উইকেট।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ০১ জুন, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।