ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের কোচ হতে লাগবে নয়টি যোগ্যতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুন ২, ২০১৬
ভারতের কোচ হতে লাগবে নয়টি যোগ্যতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধান কোচের শূন্যস্থান পূরণ করতে বিজ্ঞপ্তি দিয়েছে। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, শিখর ধাওয়ানদের কোচ হতে গেলে নয়টি যোগ্যতা থাকতে হবে।

বিসিসিআই তাদের জারি করা বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১০ জুনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

 

বিজ্ঞপ্তিতে ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য যে নয়টি যোগ্যতার কথা উল্লেখ করা হয়, তার মধ্যে এক নম্বরে রয়েছে: আইসিসির অন্তর্ভুক্ত সদস্য দেশগুলির জাতীয় দলকে কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে। তবে, প্রথম শ্রেণির দল কিংবা আন্তর্জাতিক লেভেলের ম্যাচের দলকে কোচিং করানোর যোগ্যতাও বিবেচ্য হবে।

 

দুই নম্বরে রয়েছে: আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর থেকে আবেদনকারী যদি কোনো ধরনের প্রশংসাপত্র পেয়ে থাকেন, তবে তা প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা বলে ধরা হবে।

তিন নম্বরে রয়েছে: টিম ইন্ডিয়াকে সব ফরমেটের শীর্ষ দল বানাতে কি কি পরিকল্পনায় কাজ করবেন তার একটি খসড়া দিতে হবে।

চার নম্বরে রয়েছে: দলের প্রতিটি ক্রিকেটারের উন্নতির জন্য কি করতে চান, তার একটি ফর্মুলা দিতে হবে। কিভাবে ক্রিকেটারদের ব্যক্তিগত বা দলীয় পারফরমেন্স সময়োপযোগী এবং ধারাবাহিকভাবে করা যায় সেটিও জানাতে হবে।

পাঁচ নম্বরে রয়েছে: দলের সদস্যদের মাঝে কি ভাবে বোঝাপড়া জমিয়ে তুলতে হবে, স্পোর্টস সাইকোলজি এবং স্পোর্টস মেডিসিনের ব্যবহার কীভাবে করা হবে এবং এগুলোর সাহায্যে কীভাবে ক্রিকেটারদের পারফরমেন্স বাড়ানো যাবে সেটি জানাতে হবে।

ছয় নম্বরে রয়েছে: আন্তর্জাতিক পর্যায়ে খেলার কারণে দলের মধ্যে সদস্যদের বোঝাপড়া বাড়ানোর জন্য ভাষা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ইংরেজির পাশাপাশি রাষ্ট্রীয় ভাষা হিন্দি বা কোনও আঞ্চলিক ভাষা জানা কোচ অগ্রাধিকার পাবেন। তবে, ভারতীয় ভাষা জানতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।

সাত নম্বরে রয়েছে: আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। স্পোর্টস সফটওয়্যারের মাধ্যমে কিভাবে দলের উন্নতি করা যায় তার একটি খসড়া জমা দিতে হবে। দলের বিশ্লেষকদের সঙ্গে বোঝাপড়া ভালো করতে আর ক্রিকেটারদের পারফর্ম বাড়াতে কি করতে চান তার একটি রূপরেখা জানাতে হবে।

আট নম্বরে রয়েছে: আবেদনকারীর ব্যক্তিগত রেকর্ড ভালো হতে হবে। আইসিসির সদস্য দেশ বা অ্যাসোসিয়েট দেশের সঙ্গে অতীত বা বর্তমানে কোনও খারাপ থাকলে তা বর্জন করতে হবে।

নয় নম্বরে রয়েছে: ভবিষ্যত ক্রিকেটার তুলে আনতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিকে কীভাবে ব্যবহার করা হবে তা জানাতে হবে। এছাড়া, উঠতি ক্রিকেটারদের উন্নতিতে কি করা যেতে পারে তার একটি খসড়া জমা দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ০২ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।