ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

৪৯ দিনের সফরে যাচ্ছে কোহলিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জুন ২, ২০১৬
৪৯ দিনের সফরে যাচ্ছে কোহলিরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: চার ম্যাচ টেস্ট সিরিজ খেলতে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টিম ইন্ডিয়া। ৪৯ দিনের সফরে চারটি টেস্ট ছাড়াও কোহলি বাহিনীকে একাধিক প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে হবে।

 

সফরে ভারতীয় দলটি প্রথমেই যাবে সেন্ট কিটসে। সেখানে ০৬ জুলাই দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ০৯ জুলাই থেকে আরও একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে কোহলি বাহিনী। এরপর একই ভেন্যুতে ১৪ জুলাই থেকে তিনদিনের আরেকটি ম্যাচে অংশ নেবে সফরকারীরা।

স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। অ্যান্টিগায় এই ম্যাচটি শুরু হবে ২১ জুলাই। সেখান থেকে জ্যামাইকায় চলে যাবে টিম ইন্ডিয়া। স্যাবিনা পার্কে ৩০ জুলাই ক্যারিবীয়দের বিপক্ষে নামবে ভারত।

ক্যারিবীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামির নামে সদ্যই যে স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে ভারতকে সেখানে খেলতে হবে। সেন্ট লুসিয়ায় তৃতীয় সেই টেস্ট শুরু হবে ০৯ আগস্ট। সেন্ট লুসিয়া থেকে ভারত চলে যাবে ত্রিনিদাদে। সেখানে চতুর্থ ও শেষ টেস্টটি খেলবে কোহলিরা। ১৮ আগস্ট শেষ ম্যাচটি শুরু হবে।

২৩ আগস্ট ভারতের উদ্দেশ্যে রওয়ানা হবে টিম ইন্ডিয়ার সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ০২ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।