ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ায় ডে-নাইট টেস্ট খেলতে রাজি প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জুন ৩, ২০১৬
অস্ট্রেলিয়ায় ডে-নাইট টেস্ট খেলতে রাজি প্রোটিয়ারা ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ডে-নাইট টেস্ট হবে কিনা তা নিয়ে একটা অনিশ্চয়তা ছিলই। তবে শঙ্কাটা আর থাকছে না! জানা যায়, অজিদের মাটিতে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলতে রাজি প্রোটিয়ারা।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য হেরাল্ড সান’ এমন খবরই প্রকাশ করেছে। সূত্রমতে, গোলাপি বলের ক্রিকেটের ব্যাপারে নাকি নিজেদের আগের অবস্থান থেকে সরে এসেছে দ. আফ্রিকার ক্রিকেটাররা। এর আগে প্রোটিয়ারা ডে-নাইট টেস্টের ব্যাপারে অনিচ্ছার কথা ব্যক্ত করেছিল।  

বলা যায়, এক বছরের বিরতিতে আবারো ডে-নাইট টেস্ট মাঠে গড়াবে। গত নভেম্বরে ইতিহাসে প্রথমবারের মতো ফ্লাড লাইটের আলোয় টেস্ট উপহার দেয় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। যা গোটা ক্রিকেট বিশ্বেই ব্যাপক আলোড়ন তোলে। প্রচুর দর্শক জনপ্রিয়তার সুবাদে বছর ঘুরে আবারো দিবারাত্রির টেস্টের অপেক্ষা। এবার অজিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

আগামী নভেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে প্রোটিয়ারা। পার্থ টেস্ট (৩-৭ নভেম্বর) দিয়ে সিরিজ শুরু হবে। দ্বিতীয় টেস্ট (১২-১৬ নভেম্বর) হোর্বার্টে। আর ২৪ নভেম্বর দ্বিতীয়বারের মতো ডে-নাইট টেস্টের সাক্ষী হতে যাচ্ছে অ্যাডিলেড ওভাল।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।