ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাটের সাইজ কমানোর ভাবনায় আইসিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জুন ৩, ২০১৬
ব্যাটের সাইজ কমানোর ভাবনায় আইসিসি

ঢাকা: কমে যাচ্ছে ব্যাটসম্যানদের ব্যাটের সাইজ! ধুম-ধারাক্কা ক্রিকেটে বলকে যেভাবে ব্যাটসম্যানরা মাঠছাড়া করেন, তা ভাবিয়ে তুলেছে আইসিসির ক্রিকেট কমিটিকে। আর তাতে ব্যাটের সাইজ কমানোর প্রস্তাব দিয়েছেন আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে।

 

সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠিত কমিটির এই প্রস্তাব ইতিবাচকভাবে নিয়েছে আইসিসি।

লর্ডসে মেরিলেবন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রধান কার্যালয়ে দুই দিনের মিটিং অনুষ্ঠিত হয়। যেখানে ব্যাটের সাইজ কমানোর ব্যাপারে বৈজ্ঞানিক ও যান্ত্রিক উপায়ে বিচার বিশ্লেষণ করে দেখার অনুরোধ করেন কুম্বলে। ব্যাটের জন্য একটি স্ট্যান্ডার্ড সাইজ তৈরি করার কথা বলা হয় আইসিসির পক্ষ থেকে।

বোলারদের বিষয়টি মাথায় রেখে ব্যাটসম্যানদের ব্যাটের সাইজ কমানোর উপর গুরুত্ব দেওয়া হয়। সেখানে ব্যাটসম্যানদের জন্য ব্যবহৃত হেলমেটের বিষয়েও আলোচনা করা হয়।

কমিটির অনুরোধে এমসিসি ব্যাটের জন্য একটি স্ট্যান্ডার্ড সাইজ তৈরি করে আইসিসিকে দেবে বলে জানা যায়।

অস্ট্রেলিয়া-নিউজল্যান্ড আয়োজিত গত ওয়ানডে বিশ্বকাপে মোট ৩৮টি শতক হয়েছিল। ম্যাচপ্রতি গড়ে একটি করে সেঞ্চুরি দেখেছে বিশ্বমঞ্চটি। সেখানে ৪৬৩টি ছক্কার মার আসে ব্যাট থেকে। যা গড়ে প্রতি নয় ওভারে একটি করে। এমন অবস্থায় আর বোলারদের দুরাবস্থার কথা চিন্তা করে কমিটি এমসিসিকে একটি বৈজ্ঞানিক পন্থা বের করতে বলে।

কুম্বলে জানান, আইসিসির দেওয়া নির্দেশনা অনুযায়ী এমসিসি নতুন আকৃতির ব্যাট তৈরির বিষয়টি বিচার-বিশ্লেষণ করে দেখবে। সাম্প্রতিক সময়ে ব্যাটসম্যানরা অনায়াসে বল মাঠছাড়া করছে। এতে বোলারদের মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হতে হয়। সাম্প্রতিক সময়গুলোতে দেখা যাচ্ছে বলের চেয়ে ব্যাট বেশি শক্তিশালী হয়ে গেছে। তাই আমরা ব্যাট ও বলের মধ্যে একটি সামঞ্জস্যতা তৈরি করতে চাচ্ছি।

৮০’র দশকে ব্যাটসম্যানরা যে ব্যাট দিয়ে খেলতেন এখনকার ব্যাটসম্যানরা তার থেকে উন্নতমানের ব্যাট দিয়ে খেলে থাকেন। সে সময়ের পাওয়ার হিটাররা ছক্কা হাঁকালেও তা বোলারদের বলের গতির উপর নির্ভরশীল ছিল। তখনকার ব্যাটগুলোও ছিল অনেকটা স্লিম।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ০৩ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।