ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ডোপ টেস্টের মুখোমুখি মিসবাহ-আজহার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জুন ৩, ২০১৬
ডোপ টেস্টের মুখোমুখি মিসবাহ-আজহার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: ক্রিকেটস ওয়ার্ল্ড গভর্নিং বডি পাকিস্তানের চার ক্রিকেটারকে ডোপ টেস্টের মুখোমুখি করতে যাচ্ছে। আসন্ন ইংল্যান্ড সফরের আগে পাকিস্তানের দুই অধিনায়ককেও ডোপ টেস্ট করাতে হবে বলে শুক্রবার (০৩ জুন) দলের ম্যানেজার ইন্তিখাব আলম জানান।

 

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) মিসবাহ-উল-হক ও আজহার আলীর ডোপ টেস্ট করানোর কথা জানায়। পাকিস্তানের বর্তমান টেস্ট ও ওয়ানডে দলপতিদের সঙ্গে পেসার জুনায়েদ খান আর গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা পাওয়া স্পিনার ইয়াসির শাহর ডোপ টেস্ট করাতে বলেছে।

ইন্তিখাব আলম জানান, ইতোমধ্যে এই চার ক্রিকেটারের থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে আইসিসি। বৃহস্পতিবার (০২ জুন) গাদ্দাফি স্টেডিয়ামে ক্যাম্পে অনুশীলন চলাকালীন ক্রিকেটারদের নমুনা নেওয়া হয়েছে।

গত মার্চে নিষেধাজ্ঞা উঠে যায় ইয়াসির শাহর উপর থেকে। চার ক্রিকেটারের প্রসঙ্গে ইন্তিখাব জানান, তাদের নমুনা সংগ্রহ করা হলেও আমরা আশাবাদী তাদের কোনো সমস্যা নেই। তবে, ইয়াসির শাহকে নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি। সে উচ্চ রক্তচাপজনিত কারণে সম্প্রতি কিছু ঔষধ সেবন করেছে।

ইংল্যান্ড সফরে পাকিস্তান চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ২০১০ সালে ইংল্যান্ড সফরে গিয়ে পাকিস্তানকে স্পট ফিক্সিংয়ের লজ্জায় পড়তে হয়েছিল। সাবেক দলপতি সালমান বাট, পেসার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে জেলও খাটতে হয়।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ০৩ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।