ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

শেখ জামালকে হারিয়ে সুপার লিগে রূপগঞ্জ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুন ৪, ২০১৬
শেখ জামালকে হারিয়ে সুপার লিগে রূপগঞ্জ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে সুপার লিগ নিশ্চিত করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এক ম্যাচ হাতে রেখে প্রাইম দোলেশ্বরের পর দ্বিতীয় দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করলো রূপগঞ্জ।

শনিবার (০৪ জুন) বিকেএসপির তিন নম্বর মাঠে দশম রাউন্ডের ম্যাচে নাহিদুল ইসলামের ৯২ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটের দাপুটে জয় পায় রূপগঞ্জ। এ জয়ে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট অর্জন করলো দলটি।

শেখ জামালের দেয়া ১৮৫ রানের সহজ লক্ষ্য ব্যাটিংয়ে নেমে ৩২.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে টপকে যায় রূপগঞ্জ। দলের পক্ষে নাহিদুল ইসলাম ৯৯ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৯২ রান করে জয়ের খুব কাছে গিয়ে আউট হন। জুনায়েদ সিদ্দিকী ৫৩ ও আসিফ আহমেদ ৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।  
 
সহজ টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারিয়ে বসে রূপগঞ্জ। মাসুদ রানার বলে এলবিডব্লুউ হয়ে সাজঘরে ফেরেন জহরুল ইসলাম অমি (০)। সৌম্য সরকারের সঙ্গে জুটি বেধে ব্যাট চালাতে থাকেন নাহিদুল ইসলাম।

ব্যাট হাতে ‘ঝড়’ তোলেন সৌম্য। প্রথম ৫ বল মোকাবেলা করে দুই চার ও দু্ই ছক্কায় তুলে ফেলেন ২০ রান। সৌম্য এদিন বড় ইনিংস খেলার আভাস দিলেও ১৪ বলে ২৯ রান করে মাহমুদউল্লাহ রিয়াদের অফস্পিনে এলবিডব্লুউ হয়ে সাজঘরে ফিরে যান। ৪৬ রানের জুটিটি ভাঙে ইনিংসের ষষ্ঠ ওভারে। এরপর সাবলীল ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে ‍যান নাহিদুল ও জুনায়েদ সিদ্দিকী।

শেখ জামালের হয়ে মাসুদ রানা, মাহমুদউল্লাহ ও  আব্দুর রহমান নেন একটি করে উইকেট।

এর ‍আগে টস হেরে ব্যাটিংয়ে নামা শেখ জামাল ৪৫ ওভারে ১৮৪ রানেই গুটিয়ে যায়। ৭ রান তুলতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তৃতীয় উইকেটে মাহমুদউল্লাহ ও আব্দুল্লাহ আল মামুন ৫০ রানের জুটি গড়ে ‍চাপ কিছুটা সামাল দেন।

চতুর্থ ও পঞ্চম উইকেট জুটিতে আসে যথাক্রমে ৪৪ ও ৫৫ রান। বিপর্যয় এড়িয়ে তখন ভালো সংগ্রহের পথে শেখ জামাল। কিন্তু তাইজুল ইসলাম ও মুরাদ খানের ঘূর্ণিতে ২৮ রানের ব্যবধানে শেষের ৬ উইকেটে হারিয়ে ফেললে দু’শোর আগেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।

নাজমুস সাদাতের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪১ ‍রান। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ৩৫, সোহাগ গাজী ৩১, আব্দুল্লাহ আল মামুন ২৪ রান করেন।
 
তাইজুল ‌ইসলাম ও মুরাদ খান নেন তিনটি করে উইকেট। আলাউদ্দিন বাবু ও নাহিদুল ইসলাম নিয়েছেন দুটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ০৪ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।