ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

দাপুটে জয়ে সুপার লিগে ভিক্টোরিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জুন ৪, ২০১৬
দাপুটে জয়ে সুপার লিগে ভিক্টোরিয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: চলমান ডিপিএলের দশম রাউন্ডের ম্যাচে বড় জয় তুলে সুপার লিগ নিশ্চিত করেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ব্রাদার্স ইউনিয়নকে ১১২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মুমিনুল হক, নাদিফ চৌধুরি, ধীমান ঘোষ, সোহরাওয়ার্দী শুভদের নিয়ে সাজানো ভিক্টোরিয়া।

১০ ম্যাচ খেলা ভিক্টোরিয়া ৬টি জয়, ৩টি পরাজয় আর একটি টাই নিয়ে ১৩ পয়েন্ট অর্জন করেছে। অপরদিকে, সমান ম্যাচ খেলে ব্রাদার্স ৪টি জয়ের পাশাপাশি ৬টি ম্যাচে হেরে সুপার লিগের আগে ছিটকে পড়লো।

শনিবার (০৪ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ডিপিএলের দশম রাউন্ডের ম্যাচে আগে ব্যাট করে ভিক্টোরিয়া ৯ উইকেট হারিয়ে ৩০২ রান সংগ্রহ করে। জবাবে, ৪৫.৩ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় ব্রাদার্স।

আগে ব্যাটিংয়ে নেমে ভিক্টোরিয়ার দুই ওপেনার আবদুল মজিদ এবং ফজলে মাহমুদ স্কোরবোর্ডে ১৭০ রান তোলেন। ফজলে মাহমুদ ৭১ রান করে বিদায় নেন। তার ৯৮ বলের ইনিংসে ছিল চারটি বাউন্ডারির মার।

১১৭ বলে ১১টি বাউন্ডারি আর ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে আবদুল মজিদ ১১৮ রান করেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি তার তৃতীয় শতক। সাতটি অর্ধশতকের দেখা পাওয়া এই ওপেনার এবারের আসরে মোহামেডানের বিপক্ষে ৫৫, কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ৬৯ আর প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৯৪ রানের ইনিংস খেলেছিলেন।

মুমিনুল হক রানের খাতা খোলার আগেই বিদায় নেন। আল আমিন করেন ৩৩ রান। চতুরাঙ্গা ডি সিলভা ২৩, দলপতি নাদিফ চৌধুরি ৩, ধীমান ঘোষ ২৬, সোহরাওয়ার্দী শুভ ১১ রান করেন।

ব্রাদার্সের হয়ে ১০ ওভারে ৫০ রানের বিনিময়ে চারটি উইকেট দখল করেন নাবিল সামাদ। এছাড়া, দুটি করে উইকেট পান ইফতেখার সাজ্জাদ ও আসিফ হাসান।

৩০৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ব্রাদার্স। দলীয় ২৪ রানের মাথায় টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় দলটি। দ্রুত সাজঘরে ফেরেন শাহরিয়ার নাফিস (১), ইমরুল কায়েস (৮), জাকির হাসান (৮), ইফতেখার সাজ্জাদ (২), সাদিকুর রহমান (৭), নুর আলম (০), মোহাম্মদ শহীদ (১)।

তবে, বুক চিতিয়ে একাই লড়ে যান ব্রাদার্স দলপতি তুষার ইমরান। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯৩ রান করেন তিনি। তার ১২৬ বলের ইনিংসে ছিল ১১টি চারের মার। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে দ্বিতীয় শতক থেকে মাত্র ৭ রান দূরে থাকতে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি।

দলীয় ৯২ রানে অষ্টম উইকেটের পতন হলে আসিফ হাসানকে নিয়ে জুটি গড়েন তুষার ইমরান। এই জুটি থেকে আসে ৯৭ রান। রুমান আহমেদ ১৮, আসিফ হাসান ২৩ রান করেন।

ভিক্টোরিয়ার হয়ে মাহবুবুল আলম তিনটি উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট দখল করেন কামরুল ইসলাম রাব্বি এবং আল আমিন। এনামুল হক জুনিয়র ও শুভ নেন একটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ০৪ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।