ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারত সফর নিয়ে ধোঁয়াশা কাটছে না

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জুন ৫, ২০১৬
ভারত সফর নিয়ে ধোঁয়াশা কাটছে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর প্রয়াত প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার ইচ্ছেতেই চলতি বছর ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। টিম ইন্ডিয়ার বিপক্ষে এ বছরের আগস্টে একটি টেস্ট খেলতে সম্মতি জানায় বিসিসিআই।

তবে, এই সিরিজটি নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না।

 

ব্যস্ত সূচির অজুহাত দেখিয়ে এ বছর সেই টেস্ট ম্যাচটি খেলতে চাচ্ছে না ভারত।

চলতি মাসে জিম্বাবুয়ের মাটিতে একটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে ভারত। এরপরেই ওয়েস্ট ইন্ডিজে চারটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। নিজেদের মাটিতে আগামী অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজও চূড়ান্ত করেছে বিসিসিআই।

শুধু তাই নয়, আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচ টেস্টের সিরিজি ও একটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ চূড়ান্ত করে ফেলেছে দেশটির ক্রিকেট বোর্ড। আর এমন ব্যস্ত সূচির কারণে টাইগারদের বিপক্ষে সূচি রাখতে পারছে না জানায় বিসিসিআই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র থেকেও এমনটি জানা যায়।

সাকিব-তামিম-মুশফিকদের ভারত সফর নিয়ে অনেক আগে থেকেই দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে কথা চলছিল। তবে, বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে ভারত সফর নিয়ে তাই একটু অনিশ্চিত অবস্থাতেই পড়েছে বিসিবি।

এ বছর না হলেও আগামী বছরের শুরুতে ভারত যেতে পারে বাংলাদেশ। ভারতীয় শীর্ষস্থানীয় একটি দৈনিক পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এমনটি জানান।

আইসিসির এফটিপি অনুযায়ী ২০১৭ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে ভারতের কোন সিরিজ নেই। এরপর ২০১৮ সাল পর্যন্ত ভারতের রয়েছে ব্যস্ত সূচি। তাই ফেব্রুয়ারির আগে ৭-৮ দিনের ফাঁকা সময় পেলে ভারত সফরে যেতে পারে টাইগাররা। তাই শঙ্কা জেগেছে এ বছর ভারতে যাওয়া হচ্ছে না বাংলাদেশের।

আগামী ২৮ জুন এডিনবরায় শুরু হবে আইসিসির বার্ষিক সভা। সেখানে ভারতীয় বোর্ড কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে বিসিবির কর্তাব্যক্তিরা। ফাঁকা সময় খুঁজে ভারত সফরের ব্যাপারে সেখানেই সিদ্ধান্ত আসতে পারে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ০৫ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।