ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের সমর্থকদের শেওয়াগের খোঁচা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুন ৫, ২০১৬
পাকিস্তানের সমর্থকদের শেওয়াগের খোঁচা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: ইন্দো-পাক ক্রিকেট মানেই যেন যুদ্ধ। আর সেই যুদ্ধে ক্রিকেটারদের পাশাপাশি যোগ দেন দুই দেশের সাবেক ক্রিকেটাররা।

১৯৯২ সালের পর থেকে এখন পর্যন্ত আইসিসির ইভেন্টগুলোতে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।

 

আবারো চির-প্রতিদ্বন্দ্বী দেশ দুটি আইসিসির মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে মুখোমুখি হচ্ছে। এবারো নিশ্চিতভাবেই ভারতের বিপক্ষে হেরে যাবে পাকিস্তান-এমনটি মনে করছেন টিম ইন্ডিয়ার সাবেক ওপেনার বিরেন্দর শেওয়াগ।

 

পাকিস্তানি ভক্ত-সমর্থকদের কিছুটা বিদ্রুপ করে একই সঙ্গে শেওয়াগ জানান, এবারের আসরে তোমাদের দল হেরে গেলে দয়া করে নিজেদের টেলিভিশন ভেঙে ফেলো না।

ভারতের বিপক্ষে এতো বছর আইসিসির কোনো ইভেন্টে জিততে না পারায় পাকিস্তানি সমর্থকদের বরাবরই ক্ষোভ ঝাড়তে দেখা যায়। দেশটির বিভিন্ন শহরে ক্রিকেটারদের কুশপুতুল পোড়ানো সহ নিজেদের টেলিভিশন সেট ভাঙারও খবর শোনা যায়।

আইসিসির পরের মেগা ইভেন্টের আসর বসতে এখনও এক বছর বাকি। তবে, এরই মধ্যে পাকিস্তানকে খোঁচাতে শুরু করেছেন ভারতীয় সাবেক ওপেনার শেওয়াগ। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘ওয়াও, এক বছর পর আবারো ভারত-পাকিস্তান। পাকিস্তানি ভাইদের কাছে অনুরোধ রইল, দয়া করে এবার নিজেদের টিভি সেট ভেঙে ফেলো না।

আগামী বছর ইংল্যান্ডের মাটিতে বসবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। এবারের আসরে একই গ্রুপে লড়বে ভারত ও পাকিস্তান। তাদের গ্রুপের বাকি দুটি দল শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বিপক্ষে। গত ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। এরপর বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপের আসরেও হেরেছে পাকিস্তান। ভারতের মাটিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে টিম ইন্ডিয়ার বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ০৫ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।