ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বোলিং কোচ আকিব জাভেদ!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুন ৫, ২০১৬
টাইগারদের বোলিং কোচ আকিব জাভেদ! ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার আকিব জাভেদ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনই আভাস দিয়েছেন।

 

আকিব জাভেদ ছাড়াও বোর্ডের পছন্দের তালিকায় ছিলেন শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাস, চম্পকা রামানায়েকে ও ভারতের ভেঙ্কটেশ প্রসাদ।
 
রোববার (০৫ জুন) বিকেলে বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমকে নাজমুল হাসান বলেন, ‘আকিব জাভেদের সঙ্গে আমরা যোগাযোগ করছি। মঙ্গলবারের মধ্যে হ্যাঁ কিংবা না একটা কিছু সিদ্ধান্ত নিতে পারবো। এর সাথে বিকল্প হিসেবে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটা তালিকা তৈরি করেছি। স্পিন বোলিং কোচ নিয়েও কথা হচ্ছে। ’

বাংলাদেশ দলের বোলিং কোচ জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক আর ফিরছেন না। তার দুই বছরের মেয়াদ শেষ হয়েছে গত  মাসে। তাতে হয়তো স্ট্রিকের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন আকিব জাভেদ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ০৫ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।