ঢাকা: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে সোমবার (৬ জুন) ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) মুখোমুখি হচ্ছে আবাহনী লিমিটেড। বিকেএসপির তিন নম্বর মাঠে সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে।
আবাহনী জিতলেই নিশ্চিত হয়ে যাবে সুপার লিগ। পয়েন্ট টেবিলের তলানীর দলটির বিপক্ষে হেরে গেলে চোখ রাখতে হবে অন্য ম্যাচগুলোর জয়-পরাজয়ের সমীকরণে। এ জন্য সিসিএসের বিপক্ষে সতর্ক থেকেই মাঠে নামতে হচ্ছে তামিম ইকবালের দলকে।
ম্যাচে নামার আগে রোববার (৫ জুন) মিরপুরে অনুশীলন করেছে আবাহনী। অনুশীলন শেষে আবাহনীর পেসার তাসকিন আহমেদ বলেন, ‘কালকের ম্যাচটি অনেক গুরত্বপূর্ণ আমাদের জন্য। লিগে কোনও দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। কোনো দলের মধ্যেই তেমন কোনও পার্থক্য নেই। তাছাড়া সিসিএস মোহামেডোন-ভিক্টোরিয়ার মতো দলকে হারিয়েছে। আমাদের তাই সতর্ক থেকে শতভাগ দিয়েই খেলতে হবে। কালকের ম্যাচটি জিতে সুপার লিগের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে হবে। ’
আবাহনী-সিসিএস মূলত ‘অসম’ লড়াই। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের লড়াইও বলা যেতে পারে। তামিম-সাকিব-পাঠানদের ব্যাটের সামনে কতটা মেলে ধরতে পারবেন তরুণ ক্রিকেটার শাওন গাজী-সাইফু্দ্দিনরা সেটিই দেখার বিষয়!
প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বর, লিজেন্ডস অব রুপগঞ্জ ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব সুপার লিগে উঠে গেছে। সুপার লিগে এখনো বাকি আছে তিনটি স্থান। আর এই স্থানগুলো দখলের দৌড়ে আছে ছয়টি ক্লাব।
তাদের মাঝে ১২ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। ১০ পয়েন্ট করে থাকলেও সুপার লিগে উন্নীত হওয়ার সুযোগ রয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের।
সুপার লিগের বাকি তিন দল কারা হচ্ছে, সেটি অনেকটাই পরিষ্কার হয়ে যেতে পারে সোমবারই। ঢাকা প্রিমিয়ার লিগের একাদশ রাউন্ডের আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে এদিন। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে কলাবাগান ‘ডার্বি’। কলাবাগান ক্রীড়াচক্র খেলবে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে। সুপার লিগের সম্ভাবনা জিইয়ে রাখতে ম্যাচটা জিততেই হবে মাশরাফির কলাবাগানকে।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে প্রাইম ‘ডার্বি’। প্রাইম দোলেশ্বর মুখোমুখি হবে প্রাইম ব্যাংকের। সুপার লিগের দৌড়ে টিকে থাকতে হলে কলাবাগানের মতোই ম্যাচটা জিততেই হবে প্রাইম ব্যাংককে।
সবার আগে সুপার লিগ নিশ্চিত করা প্রাইম দোলেশ্বর অবশ্য ম্যাচটাকে দেখছে সুপার লিগে এগিয়ে থাকার সুযোগ হিসেবে। দলের পেসার আল আমিন হোসেন মিরপুরে অনুশীলন শেষে বলেন, চাপমুক্ত হওয়ার কিছু নেই। এটা আসলে স্ট্রেট লিগ, তাই সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা যদি কালকের (সোমবার) ম্যাচটা জিতি, তাহলে সুপার লিগে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। ’
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
এসকে/এমআরএম