ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিদের অপেক্ষায় রাখলো বৃষ্টি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুন ৬, ২০১৬
মাশরাফিদের অপেক্ষায় রাখলো বৃষ্টি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: কলাবাগান ক্রিকেট একাডেমির সঙ্গে মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্রের শেষ রাউন্ডের লড়াইয়ে বাধ সেধেছে বৃষ্টি। বৃষ্টির কারণে বন্ধ হওয়া ম্যাচটি আগামীকাল (মঙ্গলবার) রিজার্ভ ডেতে মাঠে গড়াবে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে কলাবাগান ক্রিকেট একাডেমি ১৪.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৫ রান তোলার পর বৃষ্টি শুরু হয়। দুপুর পর্যন্ত বৃষ্টি না থামায় ম্যাচটি রিজার্ভ  ডেতে গড়ানোর সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে মাশরাফির দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে একাডেমি। যদিও দলীয় ৮ রানে ইরফান শুক্কুরকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন দেওয়ান সাব্বির। এরপর বল হাতে জ্বলে ওঠেন মাশরাফি। জটিন সাক্সেনা ও মায়শুকুর রহমানকে সাজঘরে পাঠান মাশরাফি। দলীয় ৩৫ রানে আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে মাহমুদুল হাসান এলবিডব্লুউ হলে ব্যাকফুটে চলে যায় একাডেমি।
 
৭ ওভার বল করে ৩টি মেডেনসহ ১৩ রান দিয়ে দুটি উইকেট নেন মাশরাফি বিন মর্তুজা। একটি করে উইকেট নেন আব্দুর রাজ্জাক ও দেওয়ান সাব্বির।

এ ম্যাচে জয় পেলে মাশরাফিদের সুপার লিগে খেলার সম্ভাবনা টিকে থাকবে। তবে, তাকিয়ে থাকতে হবে শেষ রাউন্ডের দ্বিতীয় ধাপের তিনটি ম্যাচের দিকে। এখন পর্যন্ত সুপার লিগে খেলা নিশ্চিত তিনটি দলের-প্রাইম দোলেশ্বর, ভিক্টোরিয়া ও লিজেন্ডস অব রূপগঞ্জ। শেষ তিনটি দলের জায়গা পেতে এই রাউন্ডে লড়াইয়ে আছে আরও সাতটি দল।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ০৬ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।