ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সাব্বির জেতালেন বর্তমান চ্যাম্পিয়নদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জুন ৬, ২০১৬
সাব্বির জেতালেন বর্তমান চ্যাম্পিয়নদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: চলমান ডিপিএলের একাদশ বা শেষ রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রাইম দোলেশ্বরকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, রুবেল হোসেনদের নিয়ে সাজানো প্রাইম ব্যাংক।

সোমবার (০৬ জুন) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এই ম্যাচে জয় পাওয়া প্রাইম ব্যাংকের সুপার লিগে ওঠার সম্ভাবনা টিকে রইল। ১১ ম্যাচে ছয় জয় আর পাঁচ পরাজয়ে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। অপরদিকে, হারলেও আগেই সুপার লিগ নিশ্চিত করেছে দোলেশ্বর। সমান ম্যাচে ৭টি জয় আর ৪টি পরাজয়ে তাদের অর্জন ১৪ পয়েন্ট।

আগে ব্যাট করে দোলেশ্বর ৪৭.৪ ওভারে ১৮৮ রানে অলআউট হয়ে যায়। জবাবে বৃষ্টি বাধায় ৩৬ ওভারে প্রাইম ব্যাংকের টার্গেট দাঁড়ায় ১৬৫ রান। ৩১.৩ ওভার ব্যাট করে তিনটি উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে প্রাইম ব্যাংক।

দোলেশ্বরের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন রকিবুল হাসান। রনি তালুকদারের ব্যাট থেকে আসে ৩৩ রান। ওপেনার ইমতিয়াজ ৩২ রানে সাজঘরে ফেরেন। নাসির হোসেন ১১ আর সাঞ্জামুল ইসলাম ২০ রান করেন।

প্রাইম ব্যাংকের হয়ে তিনটি করে উইকেট নেন মনির হোসেন এবং মোহাম্মদ আজিম। দুটি করে উইকেট দখল করেন রুবেল হোসেন ও শুভাগত হোম।

ব্যাটিংয়ে নেমে প্রাইম ব্যাংক দলীয় ৫১ রানের মাথায় টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায়। এরপর ভারতীয় ব্যাটসম্যান উন্মুখ চাঁদ এবং টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান জুটি গড়ে অবিচ্ছিন্ন থেকে দলকে জয় পাইয়ে দেন। ওপেনার মেহেদি মারুফ ৯ রান করে ফেরার পর আরেক ওপেনার সানাজ আহমেদ ২২ রান করে বিদায় নেন। নুরুল হাসান সোহান করেন ৪ রান।

তিন নম্বরে নামা উন্মুখ চাঁদ ৭৪ বলে একটি চার আর তিনটি ছক্কায় করেন অপরাজিত ৫৯ রান। আর সাব্বির ৫৭ বলে চারটি চার আর তিনটি ছক্কায় ৬২ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ০৬ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।