ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

শিগগিরই দিবা-রাত্রি টেস্টের সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জুন ৬, ২০১৬
শিগগিরই দিবা-রাত্রি টেস্টের সিদ্ধান্ত

ঢাকা: চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া সফর করবে দক্ষিণ আফ্রিকা। আর এই সফরের একটি টেস্ট অনুষ্ঠিত হবে অ্যাডিলেডে।

যেখানে অজিরা দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাব করেছে ক্রিকেট সাউথ আফ্রিকাকে।

 

তবে প্রাথমিকভাবে নেতিবাচক উত্তর জানালেও আগামী বুধবার (০৮ জুন) চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে প্রোটিয়ারা।

দ. আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টনি আইরিশ এক সাক্ষা‍ৎকারে জানান, আমাদের ক্রিকেটাররা এ ব্যাপারটি নিয়ে এখনও শঙ্কিত। তবে চূড়ান্ত সিদ্ধান্তটি আগামী দুই দিনের মধ্যে জানানো হবে।

দিবা-রাত্রি টেস্টে ব্যবহৃত হয় গোলাপি বল। তবে প্রোটিয়া ক্রিকেটারদের গোলাপি বলে খেলে বল দেখতে সমস্যা হচ্ছে। এদিকে গত সপ্তাহে এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান বোর্ডের সঙ্গে আলোচনা হয়। যেখানে অস্ট্রেলিয়া জানায় ফ্লাড লাইটের নিচে খেলার ব্যাপারে তারা আশাবাদী। এছাড়া অজি মিডিয়ায় জানানো হয়, আইপিএল খেলে প্রোটিয়া ক্রিকেটাররা নিজেদের বদলে নিয়েছে।

দ. আফ্রিকা দলের বড় তারকাদের মধ্যে অধিনায়ক এবিডি ভিলিয়ার্স, ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার ও কাগিসো রাবাদা দিবা-রাত্রি টেস্টে না খেলার ব্যাপারে প্রায় একই মতামত দিয়েছিলেন। তারা জানান, আগে ঘরোয়া পর্যায়ে ফ্লাডলাইটের আলোয় গোলাপি বলে খেলে নিজেদের আরও অভিজ্ঞ করতে হবে।

এদিকে প্রোটিয়াদের দিবা-রাত্রির টেস্ট না খেলার ব্যাপারে আরও একটি বড় কারণ রয়েছে। কারণ টেস্টের শীর্ষে থাকা দলটি অল্প সময়ের ব্যবধানে ছয় নম্বরে চলে আসে। আরও অবনমনের শঙ্কায় এমন ঝুঁকি নিতে চাইছে না তারা।

গত বছরের নভেম্বরে অ্যাডিলেডের মাঠেই অনুষ্ঠিত হয় ইতিহাসের প্রথম দিবা-রাত্রির ম্যাচে। অজিদের বিপক্ষে ম্যাচটিতে লড়ে নিউজিল্যান্ড। তবে সে ম্যাচটি মাত্র তিন দিনের মাথায় শেষ হওয়ায় কিছুটা বিতর্কিত হয়। পাশাপাশি দুই দলের ক্রিকেটাররাই গোলাপি বলে খেলা নিয়ে নেতিবাচক কথা বলেন। তবে এমন ম্যাচে গ্যালারি ও টিভি দর্শক বাড়াতে সক্ষম হয়েছিলো অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ০৬ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।