ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ভাস-বন্ডের দিকে তাকিয়ে বিসিবি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জুন ৭, ২০১৬
ভাস-বন্ডের দিকে তাকিয়ে বিসিবি! ভাস ও বন্ড-ছবি:সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান বোলিং কোচের পদটি শূন্য রয়েছে। বোলিং কোচ নিয়োগের ব্যাপারে বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ তালিকায় ভারতের ভেঙ্কাটেশ প্রশাদ, পাকিস্তানের আকিব জাভেদ ও শ্রীলঙ্কান চামিন্দা ভাস ছিলেন।

 

গত মাসের শেষ দিকে টাইগারদের বোলিং কোচ হিসেবে নিজের দুই বছরের মেয়াদ শেষ করেন জিম্বাবুইয়ান হিথ স্ট্রিক। পরে তিনি আর নতুন করে চুক্তি করতে আগ্রহী হননি।

 

বিসিবির অফিসিয়াল প্রস্তাবের আগেই অবশ্য নিজের অপারগতার কথা স্বীকার করেন ভেঙ্কাটেশ। আর গত সোমবার (০৬ জুন) বোলিং কোচ হিসেবে আকিব জাভেদ আগ্রহী নয় বলে জানা যায়। তাই বর্তমানে আশার আলো হিসেবে নাম রয়েছে লঙ্কান কিংবদন্তি ভাসের। হয়তো তিনি হতে পারেন মাশরাফিদের ভবিষ্যত বোলিং কোচ।

ভাস লঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরমেট মিলিয়ে ৭৬১টি উইকেট পেয়েছেন। ২০০৯ সালে তিনি অবসরে যান। অবসরের পর বাঁহাতি এ পেসার বেশ কয়েক জায়গায় কোচের দায়িত্বও পালন করেছেন। এ বছরের শুরুতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি আয়ারল্যান্ডের সঙ্গে কাজ করেছেন। এর আগে তিনি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের সঙ্গে বড় একটি সময় কাজ করেছেন। বর্তমানে তিনি ভারতের জওলা সিং ফাউন্ডেশনের হয়ে কাজ করছেন।

এদিকে বিসিবি’র একটি সূত্র জানায়, বোলিং কোচের পাশাপাশি বোলিং পরামর্শকও খুঁজছে তারা। আর এই গুঞ্জনটি যদি সত্যি হয় তবে ধারণা করা হচ্ছে নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার শেন বন্ড এ দায়িত্ব নিতে পারেন।

বন্ড কিউইদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ বছর খেলেছেন। যেখানে ১৮টি টেস্ট, ৮২টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টিতে তিনি ২৫০টির বেশি উইকেট পেয়েছেন। বন্ডের কোচিংয়েও অভিজ্ঞতা রয়েছে। তিনি সর্বশেষ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের বোলিং কোচ ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ০৭ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।