ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

একদিন পেছালো ভিক্টোরিয়া-গাজী গ্রুপের ম্যাচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুন ৭, ২০১৬
একদিন পেছালো ভিক্টোরিয়া-গাজী গ্রুপের ম্যাচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ রাউন্ডের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল আগামীকাল (বুধবার, ০৮ জুন)। কিন্ত হঠাৎ করেই পিছিয়ে দেয়া হলো ফতুল্লা ভেন্যুর ম্যাচটি।

 

একদিন পিছিয়ে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার ম্যাচটি পরের দিন (০৯ জুন) নির্ধারিত ভেন্যুতেই অনুষ্ঠিত হবে।

এর আগে দুই দফায় বদল হয়েছে প্রিমিয়ার লিগের ম্যাচের ভেন্যু। দুই রাউন্ডের সূচিও বদলেছে। এবার বাকি দুই ম্যাচ বহাল রেখে একটি ম্যাচ কেন পিছিয়ে দেয়া হলো তা স্পষ্ট নয় কারো কাছেই। বরাবরের মতো ম্যাচ পেছানোর কারণ এবারও উল্লেখ করেনি লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, অনিবার্য কারণবশত‍: ম্যাচটি স্থগিত করা হলো, ম্যাচটি পরের দিন নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

শেষ রাউন্ডের আগেই সুপার লিগ নিশ্চিত করেছে ভিক্টোরিয়া। এ ম্যাচে জয় পেলে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে যাবে তারা। বিদায় নেবে গাজী গ্রুপ। ভিক্টোরিয়াকে হারাতে পারলে সুপার লিগের আশা টিকে থাকবে গাজীর। এক্ষেত্রে কালকের দুটি ম্যাচের ফলাফলও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সমান ১২ পয়েন্টধারীর মধ্যে ‘হেড টু হেড’ এ সুবিধাজনক অবস্থানে থাকলেই কেবল সুপার লিগ খেলতে পারবে গাজী গ্রুপ।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ০৭ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।