ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বিগ ব্যাশে ভারতীয়দের চান গিলক্রিস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জুন ৭, ২০১৬
বিগ ব্যাশে ভারতীয়দের চান গিলক্রিস্ট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেট লিগের আসর বিগ ব্যাশ লিগে (বিবিএল) ভারতীয় তারকা ক্রিকেটারদের দেখতে চান অজি সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। বিগ ব্যাশের এবারের আসরেও কোনো ভারতীয় ক্রিকেটার অংশ নিচ্ছেন না।

 

ক্রিকেটের বিশ্বায়নের প্রসারে ভারতীয় ক্রিকেটারদের অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের আসরে খেলার সুযোগ করে দিতে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভেবে দেখা উচিৎ বলে মনে করেন গিলি।

বিসিসিআইয়ের চাওয়া অনুযায়ী ভারতীয় ক্রিকেটাররা নিজেদের ঘরোয়া লিগ ছাড়া আর কোথাও খেলার অনুমতি পান না। ডিসেম্বর-জানুয়ারিতে বিগ ব্যাশ চলাকালীয় ভারতের ঘরোয়া লিগ চলে। এছাড়া, আইপিএলের আসরে ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি বিভিন্ন দেশের ক্রিকেটাররা অংশ নেন। এবারের আইপিএলের আসরে অবশ্য অনুমতি না মেলায় পাকিস্তানি ক্রিকেটাররা খেলতে পারেননি।

গিলক্রিস্ট জানান, একই সময়ে ভারতের ঘরোয়া লিগ এবং বিগ ব্যাশ অনুষ্ঠিত হলে তা ক্রিকেটের প্রসারে বাধা তৈরি করে। আমি ব্যক্তিগতভাবে চাই ভারতের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে অংশগ্রহণ করুক। যেহেতু অজিদের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেটাররা আইপিএলের আসরে খেলে টুর্নামেন্টটিকে জমিয়ে তোলে, সেহেতু বিসিসিআইয়ের প্রয়োজন অস্ট্রেলিয়ান বিগ ব্যাশের আসরকে জমিয়ে তুলতে তাদের ক্রিকেটারদের অনুমতি দেওয়া।

৪৪ বছর বয়সী গিলি আরও জানান, আমি মনে করি ভারতের ক্রিকেটারদের এখানে খেলার সুযোগ দিলে তারা এখানকার কন্ডিশন সম্পর্কে আরও বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবে। বিগ ব্যাশে বিশ্বের সকল ক্রিকেটারদের সুযোগ দেওয়া দরকার।

সম্প্রতি ভারতের নারী ক্রিকেটারদের নিজেদের ঘরোয়া ক্রিকেটের বাইরে খেলার অনুমতি মিলেছে। এ প্রসঙ্গে গিলক্রিস্ট জানান, এটা খুবই ভালো একটি দিক। তাদের নারী ক্রিকেটাররা বিগ ব্যাশে অংশ নিলে তাদেরই ক্রিকেটীয় জ্ঞানের বিকাশ ঘটবে। আমি চাই নারীদের সঙ্গে ভারতের পুরুষ ক্রিকেটারদের এখানে খেলার অনুমতি দেওয়া হোক।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ০৭ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।