ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

মোহামেডানের বাধা শেখ জামাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জুন ৭, ২০১৬
মোহামেডানের বাধা শেখ জামাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চার দল নিশ্চিত করেছে সুপার লিগ। প্রাইম দোলেশ্বর, রুপগঞ্জ, ভিক্টোরিয়ার পর সিসিএসকে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে আবাহনী।

সুপার লিগে ‍উঠবে আরও দুটি দল। কিন্তু এই রেসে দল এখন পাঁচটি-মোহামেডান, প্রাইম ব্যাংক, কলাবাগান কেসি, শেখ জামাল ও গাজী গ্রুপ।

 

মঙ্গলবার মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র বৃষ্টি আইনে কলাবাগান ক্রিকেট একাডেমিকে হারিয়ে ‍সুপার লিগের  সম্ভাব্য দলের তালিকায় উঠে এসেছে। শেষ পর্যন্ত পয়েন্ট আর ‘হেড টু হেড’ সমীকরণ নিজেদের পক্ষে রেখে সুপার লিগে উন্নীত হবে কোন দুটি দল তার উত্তর মিলবে ১১তম রাউন্ড শেষেই।

বুধবার (০৮ জুন) শেষ রাউন্ডের খেলায় মাহমুদউল্লাহ রিয়াদের দল শেখ জামালের বিপক্ষে মুশফিকুর রহিমের মোহামেডান জিতলে ১৪ পয়েন্ট নিয়ে সরাসরি উঠবে সুপার লিগে। সেক্ষেত্রে থাকবে না কোনো হিসেবে-নিকেশ। ১০ ম্যাচে ছয় জয়ে মোহামেডানের পয়েন্ট এখন ১২। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে হাইভোল্টেজ ম্যাচটি।  

বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রুপগঞ্জের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। রুপগঞ্জ জয় পেলে ১৫ পয়েন্ট নিয়ে তারা থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষে। সেদিক থেকে রুপগঞ্জের জন্য এ ম্যাচটি গুরুত্বপূর্ণ।  

ফতুল্লায় কাল ভিক্টোরিয়া-গাজী গ্রুপের লড়াইয়ের কথা থাকলেও ম্যাচটি একদিন পিছিয়ে আগামী পরশু (৯ জুন) একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে লিগের আয়োজক-ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

মিরপুরে আগামীকাল শেখ জামাল হারলে বাদ পড়বে তারা। ফতুল্লায় পরশুদিন ভিক্টোরিয়ার বিপক্ষে গাজী গ্রুপ হেরে গেলে তারাও বিদায় নেবে। তখন সুপার লিগের ওঠার লড়াইটা হবে প্রাইম ব্যাংক ও কলাবাগান ক্রীড়া চক্রের মধ্যে। লিগপর্বে কলাবাগানের বিপক্ষে প্রাইম ব্যাংক জয় ‍পাওয়ায় ‘হেড টু হেড’ বিবেচনায় ষষ্ঠ দল হিসেবে সুপার লিগে উঠবে প্রাইম ব্যাংক।

তবে এ দুটি ম্যাচের ফলাফল উল্টো হলে সুপার লিগে উঠার সমীকরণ বেশ কঠিন হয়ে যাবে। তখন মোহামেডান, প্রাইম ব্যাংক, কলাবাগান কেসি, শেখ জামাল, গাজী গ্রুপের পয়েন্ট  হবে সমান ১২।

হেড টু হেডে যে দুটি দলের জয় বেশি থাকবে তারাই উঠবে সুপার লিগে। এ পদ্ধতিতে পাঁচ দলের মধ্যে জয়-পরাজয় সমান হয়ে গেলে তখন বিবেচনায় আসবে রান রেট।

পয়েন্ট টেবিল:
দল                     ম্যাচ      জয়     পরাজয়        টাই      পয়েন্ট
প্রাইম দোলেশ্বর           ১১         ৭          ৪          ০       ১৪
আবাহনী                ১১         ৭          ৪          ০       ১৪
‍ভিক্টোরিয়া              ১০         ৬         ৩          ১       ১৩
রুপগঞ্জ                  ১০         ৬         ৩          ১       ১৩
মোহামেডান             ১০         ৬         ৪           ০       ১২
প্রাইম ব্যাংক            ১১         ৬         ৫           ০       ১২
কলাবাগান কেসি         ১১         ৬        ৫           ০        ১২
গাজী গ্রুপ              ১০          ৫        ৫          ০         ১০
শেখ জামাল             ১০          ৫        ৫          ০         ১০
ব্রাদার্স                  ১০         ৪         ৬         ০          ৮
সিসিএস                 ১১         ২         ৯         ০          ৪
কলাবাগান একাডেমি     ১১         ২         ৯         ০          ৪

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ০৭ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।