ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

৪ বছর পর লঙ্কান দলে মারুফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুন ৮, ২০১৬
৪ বছর পর লঙ্কান দলে মারুফ পারভেজ মারুফ-ছবি:সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কান ওয়ানডে দলে ৪ বছরের বেশি সময় পর ডাক পেলেন অলরাউন্ডার পারভেজ মারুফ। তিনি জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১২ সালের মার্চে খেলেছিলেন।

আসছে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই খেলার জন্য লঙ্কান দলে সুযোগ পেলেন তিনি।

 

ওয়ানডে দলে মারুফের সঙ্গে আরো যোগ দেবেন অলরাউন্ডার দানুসকা গুনাথিলকা, লেগস্পিনার সেকেগু প্রসন্ন, অফস্পিনার সুরাজ রনদিপ ও ব্যাটসম্যান উপল থারাঙ্গা। কয়েকজন টেস্টের ক্রিকেটারও ওয়ানডেতে ডাক পেতে পারেন। তবে নির্বাচকরা এখনও তাদের নাম বলেননি।

আগামী ১৬ ও ১৮ জুন আইরিশদের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। আর ২১ জুন থেকে ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে অ্যাঞ্জেলো ম্যাথিউস বাহিনী।

এবারের ওয়ানডে সিরিজে অফস্পিনার রঙ্গনা হেরাথ এবং ফাস্ট বোলার ধামিকা প্রশাদ ও দাশমান্থা চামিরাকে ছাড়াই লঙ্কাকে খেলতে হবে। হেরাথ ইংলিশ সফরের আগেই সিমীত ওভার থেকে নিজের অবসরের কথা জানান। আর ইনজুরিতে পড়েছেন প্রশাদ ও চামিরা।

এদিকে ৩১ বছর বয়সী মারুফ ২০১৫-১৬ শ্রীলঙ্কার সিমীত ওভারের লিস্ট ‘এ’ টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। সেবার পাঁচ ম্যাচে ১৬টি উইকেট নিয়েছিলেন এ ডানহাতি পেসার।

মারুফ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২২টি টেস্ট, ১০৪টি ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে ওয়ানডেতে তার শিকারে রয়েছে ১৩৩টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ০৮ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।