ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ফিক্সারদের আজীবন নিষেধাজ্ঞার পক্ষে কুক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জুন ৮, ২০১৬
ফিক্সারদের আজীবন নিষেধাজ্ঞার পক্ষে কুক ছবি:সংগৃহীত

ঢাকা: ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত সকল ক্রিকেটারের আজীবন নিষেধাজ্ঞা হওয়া উচিৎ বলে মনে করেন অ্যালিস্টার কুক। যদিও ফিক্সিং কেলেঙ্কারি থেকে শাস্তি পেয়ে ক্রিকেটে ফেরত আসা পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের বিপক্ষে তার খেলতে কোন সমস্যা নেই বলে জানান ইংল্যান্ডের এই টেস্ট অধিনায়ক।

২০১০ লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে ১২ মাস জেল খেটেছেন আমির। আর ক্রিকেট থেকে ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর আন্তর্জাতিক ম্যাচে ফেরেন বাঁহাতি তরুণ এ বোলার। ক্রিকেটে ফিরে আমির পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। সম্প্রতি ইংল্যান্ড সফরে পাকিস্তানের টেস্ট স্কোয়াডে নেওয়া হয়েছে তাকে।

 

বর্তমানে ইংল্যান্ডে ভিসা জটিলতায় ভুগছেন আমির। তবে এ ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত পেলে সেই লর্ডসেই টেস্টে প্রত্যার্বতন ঘটবে তার।

২০১০ সালে লর্ডসের সেই ম্যাচে ইংলিশদের দলে ছিলেন কুক। সেবার পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট ও মোহাম্মদ আমিরের সঙ্গে স্পট ফিক্সিং কান্ডে জড়ানোর অভিযোগ ওঠে আমিরের বিরুদ্ধে।

এ প্রসঙ্গে কুক বলেন, ‘ম্যাচ ফিক্সিংয়ের অপরাধে যদি কেউ ধরা পড়ে তবে তার আজীবন নিষেধাজ্ঞা হওয়া উচিৎ। এটির শাস্তি আরও কঠিন হওয়া প্রয়োজন কারণ আমাদের এই অপরাধটি বন্ধ করতে হবে। ’

বাঁহাতি এ ওপেনার ব্যাটসম্যান আরও বলেন, ‘আমি আমিরের ফিরে আসার বিপক্ষে নই। কারণ সে ইতোমধ্যে শাস্তি ভোগ করেছে। আমার বলার প্রসঙ্গটা হচ্ছে, এমন শাস্তি দেওয়া হোক যাতে কেউ জঘন্য এই অপরাধ করতে আর সাহস না পায়। আমার তার বিপক্ষে খেলতে কোন সমস্যা নেই। ’

আগামী ১৬ জুলাই ঐতিহাসিক লর্ডসে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার চার ম্যাচ টেস্টের প্রথমটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ০৮ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।