ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের কোচ হতে চান ভেঙ্কাটেশ প্রশাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জুন ৯, ২০১৬
ভারতের কোচ হতে চান ভেঙ্কাটেশ প্রশাদ ভেঙ্কাটেশ প্রসাদ-ছবি:সংগৃহীত

ঢাকা: রবি শাস্ত্রী ও সন্দীপ পাতিলের পর এবার ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য আবেদন জানিয়েছেন দেশটির সাবেক ফাস্ট বোলার ভেঙ্কাটেশ প্রসাদ ও বলবিন্দর সিংহ সান্ধু। বুধবার (০৮ জুন) এই দুই সাবেক ক্রিকেটার বিসিসিআইয়ে তাদের আবেদনপত্র জমা দিয়েছেন।

 

সম্প্রতি প্রশাদকে বাংলাদেশের বোলিং কোচ হওয়ার জন্য বিসিবি থেকে প্রস্তাব করা হয়েছিলো। তবে জিম্বাবুইয়ান হিথ স্ট্রিকের জায়গায় তিনি বসতে নিজের অপারগতা জানিয়েছিলেন। এখন তিনি ভারতীয় কোচ পদে আবাদেন করলেন।

 

এ প্রসঙ্গে ভেঙ্কাটেশ প্রসাদ বলেন, ‘আমি ভারতীয় কোচের পদে আবেদন জানিয়েছি। ’

প্রশাদ বর্তমানে বিসিসিআই এর জুনিয়র নির্বাচক কমিটিতে রয়েছেন। তিনি জাতীয় দলের হয়ে ৩৩টি টেস্টে ৯৬টি উইকেট ও ১৬১টি ওয়ানডে ম্যাচে ১৯৬টি উইকেট নিয়েছেন। তিনি এর আগে ভারতীয় জাতীয দলের বোলিং কোচ ছিলেন।

এদিকে সান্ধু ১৯৮৩‘র বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সান্ধু বলেন, ‘আমি জানি সন্দীপ ও রবি এই পদের জন্য আবেদন জানিয়েছেন। আমি ওদের শুভেচ্ছা জানাই। ’

সান্ধু আটটি টেস্ট ও ২২টি ওয়ান ডে খেলেছেন। তিনিই ১৯৮৩তে বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে প্রথম উইকেটটি নিয়েছিলেন। খেলা ছাড়ার পর কোচিংও করিয়েছেন তিনি।

আগামী ১০ জুন আবেদন জানানোর শেষ দিন।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ০৯ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।