ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে পরিত্যক্ত রুপগঞ্জ-ব্রাদার্স ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুন ৯, ২০১৬
বৃষ্টিতে পরিত্যক্ত রুপগঞ্জ-ব্রাদার্স ম্যাচ রুপগঞ্জ দল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বৃষ্টির কারণে লিজেন্ডস অব রুপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিকেএসপি’র ৩ নম্বর মাঠে ম্যাচটি বুধবার (০৮ জুন) হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বৃহস্পতিবার রিজার্ভ ডে’তে দেওয়া হয়।

তবে বৃহস্পতিবার (০৯ জুন) সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হলে কোন বল মাঠে গড়ানোর আগেই ম্যাচটি পরিত্যক্ত করা হয়। ফলে দু’দলই পয়েন্ট ভাগাভাগি করে নিলো।

এদিকে এ ম্যাচে পয়েন্ট ভাগ করে নিলেও লিডেন্ডস অব রুপগঞ্জ আগেই সুপার লিগে জায়গা করে নিয়েছে। আর ব্রাদার্স ইউনিউন এবারের আসরে সুপার লিগে উঠতে ব্যর্থ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ০৯ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।