ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

রুশোর ত্রিদেশীয় সিরিজ শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুন ৯, ২০১৬
রুশোর ত্রিদেশীয় সিরিজ শেষ ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা দল থেকে ছিটকে গেছেন রাইলি রুশো। ওয়েস্ট ইন্ডিজে চলমান ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিল্ডিং করার সময় ডান কাঁধে আঘাত পান ২৬ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান।

বাউন্ডারি লাইনে ঝাঁপ দিয়ে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরি অাক্রান্ত হন রুশো। পরে অস্বস্তি নিয়েই তাকে মাঠ ছাড়তে হয়। গায়ানায় অনুষ্ঠিত (৭ জুন) লো-স্কোরিং ম্যাচটিতে ১৮৯ রানের স্কোর করেও দুর্দান্ত বোলিং নৈপুণ্যে অজিদের ১৪২ রানেই গুটিয়ে দেয় দ. আফ্রিকা।

দলের অন্যতম প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যানকে হারানোটা প্রোটিয়াদের জন্য বড় ধাক্কাই বটে। দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে ৬৮ রান। ক্যারিবীয়দের বিপক্ষে উদ্বোধনী ম্যাচটিতে হারলেও ৬১ রানের কার্যকরী ইনিংস উপহার দিয়েছিলেন। রুশোর পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন ২৫টি টেস্ট ও ৬টি ওয়ানডে খেলা ডিন এলগার।

সেন্ট কিটসে নিজেদের তৃতীয় ম্যাচে অজিদের মুখোমুখি হবে আমলা-ডি ভিলিয়ার্সরা। শনিবার (১১ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।